FD-তে বাম্পার সুদ দিচ্ছে SBI, বিনিয়োগের শেষ তারিখ জানুন

Published By: Khabar India Online | Published On:

FD-তে বাম্পার সুদ দিচ্ছে SBI, বিনিয়োগের শেষ তারিখ জানুন।

ব্যাঙ্কগুলির মধ্যে প্রথম সারির একটি গুরুত্বপূর্ণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের মধ্যে। গত ১’লা এপ্রিল থেকেই এসবিআই নিজেদের গ্রাহকদের জন্য চালু করেছে অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম।

বিনিয়োগের শেষ তারিখ ছিল ১৫’ই আগস্ট। কিন্তু নিজেদের গ্রাহদের কথা চিন্তা করে এই বিশেষ স্কিমের বিনিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছে।

আরও পড়ুন -  SBI গ্রাহকদের জন্য খবর, জেনে নিন এখন

উল্লেখ্য, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অমৃত কলস বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমের মেয়াদ বাড়িয়ে করেছে ৩১’শে ডিসেম্বর ২০২৩। এসবিআইয়ের ওয়েবসাইট অনুযায়ী, ৪০০ দিনের স্কিম এটি। সাধারণ গ্রাহকদের জন্য এই এফডি’তে ৭.১০ শতাংশ হারে সুদ দেওয়া হবে। অপরদিকে সিনিয়র সিটিজেন প্রবীনদের ক্ষেত্রে ব্যাঙ্কের তরফ থেকে ৭.৬০ শতাংশ হারেই দেওয়া হবে সুদ। স্বাভাবিকভাবেই প্রবীনদের সুদের হার এসবিআইয়ের সাধারণ গ্রাহকদের থেকে বেশি।

আরও পড়ুন -  জাল নোটসহ ৬ জন গ্রেফতার

২ কোটি টাকা মূল্যের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারীদের পাশাপাশি নতুন ফিক্সড ডিপোজিটের গ্রাহকরা এবং বিশেষ ধরনের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারী গ্রাহকরাও অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পারেন। উল্লেখ্য, এসবিআইয়ের এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে গ্রাহকরা আইএনবি এবং ইওনো অ্যাপ থেকেও বিনিয়োগ করতে পারবেন। এই ফিক্সড ডিপোজিটের সুদের হার মাসিক, ত্রৈমাসিক এবং অর্ধেক বছরের মেয়াদেই নির্ধারিত হয়েছে।

আরও পড়ুন -  Small Saving Scheme: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে শক্তিশালী রিটার্ন, টাকা হারানোর ভয় নেই