মানুষ ভুলে গেছেন শক্ত এই গাড়িটিকে Baleno আসার জন্য

Published By: Khabar India Online | Published On:

মানুষ Baleno কিংবা i20 এই দুটি গাড়ির কথা ভাবেন। এখন ভারতের বাজারে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে এইগুলি। মারুতি Baleno গাড়িটি সম্পর্কে কথা বললে নতুন অবদানে লঞ্চ করার পর থেকেই হঠাৎ করে এই গাড়ির বিক্রি বেড়ে গিয়েছে।

এই হাইপের কারণে বেশিরভাগ লোক প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে গাড়িটিকে কিনছেন। যখন নয় লক্ষ টাকা খরচ করছেন একটি গাড়ির জন্য তখন আপনার প্রত্যাশা শুধুমাত্র মাইলেজ নয় তার সাথে নিরাপত্তা দরকার।

আরও পড়ুন -  একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলি ৩৪৭৯টি শূন্যপদ পূরণ করবে আদিবাসী বিষয়ক মন্ত্রক

জানিয়ে রাখি এই গাড়িটি পরিসংখ্যান অনুযায়ী মাইলেজের দিক থেকে দারুন হলেও নিরাপত্তার দিক থেকে একেবারেই হতাশা জনক। ৭ লাখের কাছাকাছি দামের এই গাড়িতে নিরাপত্তার রেটিং একেবারে শুন্য। গ্লোবাল ক্রাশ টেস্ট বালেনোকে শূন্য ষ্টার রেটিং দিয়েছে সেফটির ক্ষেত্রে। বলতে গেলে এই পরীক্ষায় গাড়িটি একেবারেই ফেল।

আরও পড়ুন -  Spanish Super Cup: সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা, রিয়ালকে উড়িয়ে

যদি এর জায়গায় একই দামে এর থেকে অনেক বেশি সেফ একটি গাড়ি পান তাহলে সেটাই কেনা উচিত। গাড়িটি হলো টাটা মোটরসের Altroz। এটিও একটি প্রিমিয়াম হ্যাচব্যাক। দাম ৬.৬০ লাখ টাকা থেকে শুরু করে ১০.৭৪ লক্ষ্য টাকা পর্যন্ত।

নিরাপত্তার দিক থেকে গাড়িটি একেবারে দুর্দান্ত। গ্লোবাল ক্রাশ টেস্ট অনুযায়ী এই গাড়িটি ফাইভ স্টার নিরাপত্তা আছে। এটি প্রমাণ করে যে এই গাড়িটি গঠনের দিক থেকে বেশ শক্তিশালী ও ভারতীয় বাজারে সব থেকে প্রিমিয়াম গাড়ি যেটিতে ফাইভ স্টার রেটিং আছে।

আরও পড়ুন -  Monsoon Update: নামছে স্বস্তির বৃষ্টি রাজ্যজুড়ে, ৪ জেলায় সতর্কতা, ভোটের আগেই সুখবর

যদি হুন্ডাই কোম্পানির i20 গাড়ির দিকে দেখেন তাহলে সেটি মাত্র ৩ স্টার পেয়েছে। যদি এই মুহূর্তে একটি ভালো গাড়ি দরকার লাগে তাহলে এই Altroz গাড়িটি কিনতে পারেন।