Post Office Deposit: ভবিষ্যতের চিন্তা মুক্ত, ৫ বছরের সুদে মিলবে ৯০ হাজার টাকা

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে দাঁড়িয়ে সবাই তাঁর ভবিষ্যতের জন্য পুঁজি জমিয়ে রাখেন। নিজের ভবিষ্যতের কথা মনে রেখে বা নিজের সন্তানদের অথবা বাবা এবং মায়ের ভবিষ্যতের কথা ভেবেই টাকা জমিয়ে থাকেন।

আবার কেউ অবসর গ্রহণের পর বা চাকরি জীবন থেকেই পুঁজি সঞ্চয় করেন। পুঁজি সঞ্চয়ের ক্ষেত্রে পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিম আছে।

আরও পড়ুন -  লক্ষ্মীর ভান্ডার ও অন্যান্য ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট!

যে স্কিম নিয়ে কথা বলা হবে, পোস্ট অফিসে সেই স্কিমের নাম ‘টাইম ডিপোজিট’। এই স্কিমে টাকা জমানোর সুবিধা এই যে, প্রতিবছর এই স্কিমে সুদের হার পয়েন্ট ওয়ান পার্সেন্ট করে বাড়ে।

উদাহরণ অনুযায়ী, যদি ১ বছর এই স্কিমে টাকা জমান তাহলে সুদের পরিমাণ হবে ৬.৮ শতাংশ। কেউ ২ বছর টাকা জমান তাহলে সুদের পরিমাণ হবে ৬.৯ শতাংশ। ৩ বছর হলে ৭ শতাংশ হবে। যদি ৫ বছর এই স্কিমে টাকা জমান তাহলে ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন।

আরও পড়ুন -  ৫৬৮৩০ টাকা সুদ পাবেন এই স্কিমে পোস্ট অফিসের, সম্প্রতি সুদ বাড়িয়েছে সরকার

এই স্কিমের ক্ষেত্রে সুদের মাধ্যমে এক বিপুল অঙ্কের টাকা মিলবে, যাতে ভবিষ্যৎ নিশ্চিত অনেকটাই হবে। পোস্ট অফিসের এই ‘টাইম ডিপোজিট’ স্কিমে যদি কোন ব্যক্তি ২ লাখ টাকা ৫ বছরের জন্য জমান, ৫ বছর পর তিনি নিজের নির্ধারিত টাকা সাথে ৭.৫ শতাংশ হারে সুদ সমেত আরো ৯০০০০ টাকা পাবেন।

আরও পড়ুন -  কেরল তৃণমূলের পক্ষ থেকে কেরলের জায়গায় জায়গায় হোডিং দেওয়া হয়েছে, দিদিকে ডাকো, দেশ বাঁচাও, দিল্লি চলো

৫ বছর শেষে উল্লেখ্য স্কিম অনুযায়ী, ২ লাখ ৯০ হাজার টাকা ঢুকবে ঐ ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই বড় অঙ্কের টাকা সাধারণেরই ভবিষ্যৎ নিশ্চিত অনেকটাই হবে।