Parimani: জানালেন পরীমণি, ‘নারী কিসে আটকায়?’

Published By: Khabar India Online | Published On:

জানালেন পরীমণি, ‘নারী কিসে আটকায়?’

পরীমণি ঢালিউডের জনপ্রিয় এবং আলোচিত চিত্রনায়িকা। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় শিরোনামে থাকেন। ১০ আগস্ট তার সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য এক বছর পূর্ণ করেছে। ছেলেকে নিয়েই সকল ব্যস্ততা থাকে তাঁর। সাথে সোশ্যাল মিডিয়াতে বেশ এক্টিভ অভিনেত্রী।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় চর্চিত বিষয়, ‘নারী কীসে আটকায়?’ ট্রেন্ডে গা ভাসিয়েছেন সাধারণ মানুষজন থেকে শুরু করে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। এবার এখানে নাম লেখালেন পরীমণি। শুধু নারী নয়, তিনি জানালেন মানুষ আসলে কীসে আটকায়।

আরও পড়ুন -  Swastika Dutta: প্রেমিকাকে গিটার বাজানো শেখাচ্ছেন শোভন

রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের জন্মদিনের একটি ছবি পোস্ট করেন পরীমণি। তিনি ক্যাপশনে লেখেন, নারী, পুরুষ কিংবা মানুষ, কীসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়। পাশে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

আরও পড়ুন -  Sweepers: কাজ বন্ধ করে দেন সাফাই কর্মীরা, কেন ?

অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট করে সহমত পোষণ করেন তার ভক্ত থেকে শুভাকাঙ্ক্ষীরা। মা হিসেবে পরীর প্রশংসা করেছেন বহুজন। একজন লেখেন, আমি তো পদ্ম বাবা সোনাটায় আটকাইয়া গেছি। আরেকজন মজা করে লেখেন, আমি তো শুধু পড়ালেখায় আটকাই।ফিট হয়ে শিগগিরই অভিনয়ে ফিরবেন পরীমণি। জানা গেছে, কলকাতা এবং বাংলাদেশ মিলে বড় বাজেটের অন্তত তিনটি ছবির ঘোষণা হতে চলেছে।

আরও পড়ুন -  উচ্ছ্বসিত পরী

ছবিঃ সংগৃহীত।