জয়া প্রদা বলিউডের প্রবীণ অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য। পুরনো একটি মামলায় জয়া প্রদাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন চেন্নাইয়ের আদালত। একই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গণমাধ্যমে জানা যায়, চেন্নাইয়ের এক থিয়েটার কর্মচারীর দায়ের করা মামলায় শাস্তি দেয়া হয়েছে অভিনেত্রী জয়া প্রদাকে। চেন্নাইয়ে অভিনেত্রীর মালিকানাধীন একটি সিনেমা হল রয়েছে। নাম রাম কুমার ও রাজা বাবু। সেই হলেরই কর্মীরা ইএসআই না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
জয়া প্রদা যদিও বলেছিলেন কর্মীদের প্রাপ্য পরিশোধ করবেন। আদালতে মামলা খারিজের জন্য আবেদনও করেছিলেন। তার আবেদনের বিরোধিতা করেন শ্রম দপ্তর। এর পরেই বলি তারকাসহ অন্য তিন অভিযুক্তের সাজা হয়। আদালত অভিনেত্রী ছাড়া বাকি অভিযুক্তদেরও ৬ মাসের কারাদণ্ড সাথে পাঁচ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছে।
অভিনেত্রী সত্তর-আশি-নব্বই দশকে হিন্দি এবং তেলেগু সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
‘আখেরি রাস্তা’, ‘আজ কা অর্জুন’, ‘সারগাম’, ‘সিন্দুর’, ‘শ্রী শ্রী মুবা’ এবং ‘মা’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে। হিন্দি এবং তেলেগু ছাড়াও তাকে তামিল, কন্নড়, মালয়ালম, মারাঠি এবং বাংলা সিনেমায় অভিনয় করেছেন জয়া প্রদা।
২০০৪ ও ২০০৯ সালে সমাজবাদী পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করেন। সংসদ সদস্য নির্বাচিত হন জয়া প্রদা। রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৪ সালে তেলেগু দেশম পার্টিতে যোগদানের মাধ্যমে। তারপর ১৯৯৬ সালে রাজ্যসভার সদস্য মনোনীত হন। ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।
সূত্রঃ হিন্দুস্তান টাইমস। ছবিঃ সংগৃহীত।