নিষিদ্ধ করল কুয়েত, বার্বি সিনেমা

Published By: Khabar India Online | Published On:

নিষিদ্ধ করল কুয়েত বার্বি সিনেমা।

নিষিদ্ধ করেছে কুয়েত সিনেমা জগতে আলোড়ন ফেলা বার্বি ছবিটি। সাথে ছবিটির সমালোচনা করেছে আরব বিশ্ব। ছবিটির মাধ্যমে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরের তথ্য অনুযায়ী, বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের নৈতিক মূল্যবোধ রক্ষায় এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অপরদিকে লেবাননের সংস্কৃতি মন্ত্রণালয়ে জানিয়েছে, ছবিটি সমকামিতাকে প্রচার করছে।

আরও পড়ুন -  Trailer: অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ ট্রেলার মুক্তি পেয়েছে

মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে ছবিটি দেখানো হয়েছে। তার মধ্যে রয়েছে সৌদি আরব। গত সপ্তাহে ছবিটি মুক্তির পর বিশ্বব্যাপী ১ বিলি ডলার (এক হাজার কোটি মার্কির ডলার) আয় করেছে।

আরও পড়ুন -  সম্পর্ক গড়ে তুলেছেন এই অভিনেত্রী ২৪ বছরের বড় নানা পাটেকরের সঙ্গে, কোন অভিনেত্রী?

কুয়েতের ফিল্ম ক্ল্যাফিকেশন বোর্ড জানায়, ছবিটি তাদের দেশের সংস্কৃতি এবং মূল্যবোধের সঙ্গে যায় না। ছবিটিতে যা দেখানো হচ্ছে তা কুয়েতের সামাজিক মূল্যবোধের সঙ্গে যায় না।

বুধবার লেবাননের সংস্কৃতি মন্ত্রী মোহাম্মাদ মর্তুদা ছবিটি বাতিলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন -  বাঁশুরি

তিনি বলেন, ছবিটিতে সমকামিতা ও ট্রানজেন্ডারকে সমর্থক করা হচ্ছে। এখানে পিতার অভিভাকত্ব নিয়ে ছবিটিতে প্রশ্ন তোলা হয়েছে, একই সঙ্গে মায়ের অবদানকে হাস্যকরভাবে উপস্থাপন করা হয়েছে।এই ছবিটিতে বিয়ে ও পরিবার গঠনকে নিরুৎসাহিত করা হচ্ছে।