Aadhaar Card: আধার কার্ড আসল না নকল? বাড়িতে বসে চেক করতে পারেন সহজে

Published By: Khabar India Online | Published On:

কেবল মাত্র সরকারি পরিষেবা নয়,বেসরকারি কর্মক্ষেত্রেও আধার কার্ড হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ।বিগত কয়েক বছর ধরে একদল অসাধু লোক নকল আধার কার্ড তৈরি করে নানান রকমের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন। স্বাভাবিকভাবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, আপনার আধার কার্ডটি আসল নাকি নকল?

এই প্রশ্ন মনে আসে, আজ বিশেষ একটি প্রক্রিয়ার সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি। যে প্রক্রিয়ার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কাছে থাকা আধার কার্ডটি আসল কি না নকল বুঝে যাবেন অতি সহজেই। চাইলে অনলাইন থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন।

আরও পড়ুন -  খাতায় - কলমে বিচ্ছেদ হলেও, মনের মধ্যে থেকে যায় অনেক কিছু, রাহুল হাত বাড়িয়ে রয়েছে

আধার নম্বর প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে সমস্ত আধার কার্ড ধারীকে তাদের গুরুত্বপূর্ণ নথিটিকে ভেরিফাই করে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

এই কাজটি সহজেই সম্পন্ন করতে পারেন, তার জন্য প্রক্রিয়াটি সহজ ভাবে বর্ণনা দিয়েছে UIDAI.

আরও পড়ুন -  বৈঠকে গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে আলোচনা, মোদী-বাইডেন

ভেরিফাই করবেন যে ভাবে আধার কার্ডঃ

* আপনার ফোনে থাকা গুগল ব্রাউজার থেকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ যেতে হবে।

* এই সাইটের অনেকগুলি বিকল্পের মধ্যে আপনাকে My Aaddhaar বিকল্পটি বেছে নিতে হবে।

* এখানে অনেক পরিষেবার কথা উল্লেখ থাকলেও তালিকা থেকে ভেরিফাই আধার নম্বর অপশনটি (Aadhaar M=Number) বেছে নিন।

আরও পড়ুন -  প্রতারণার ফাঁদ পেতেছে আধার লকের ক্ষেত্রেও, একদম ক্লিক করবেন না অচেনা লিঙ্কে – Aadhaar Biometric Lock

* এবার আধার কার্ডে প্রদত্ত ১২টি সংখ্যা লিখে ক্যাপচা লিখুন, তারপর প্রসিড টু ভেরিফাইতে ক্লিক করতে হবে।

* এর পরে পরবর্তী পৃষ্ঠায় পৌঁছাবেন, যেখানে আপনার বয়স, লিঙ্গ, রাজ্য ও মোবাইল নম্বরের বিবরণ দেখা যাবে।

এইভাবে খুব সহজে স্মার্টফোনের সাহায্যে আপনার আধার কার্ডের বৈধতা পরীক্ষা করে নিন।