Viral Korean Girl: এক কোরিয়ান মেয়ের ‘জাওয়ান’এর গানে দুর্দান্ত নাচ, প্রসংশার ঝড়

Published By: Khabar India Online | Published On:

Viral Korean Girl: এক কোরিয়ান মেয়ের ‘জাওয়ান’এর গানে দুর্দান্ত নাচ, প্রসংশার ঝড়।

এখনকার সময়ে সোশ্যাল মিডিয়া এই প্রজন্মের কাছে বিনোদনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়েছে। সেটা দেশে কিংবা বিদেশে। সোশ্যাল মিডিয়াকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির হচ্ছে তাদের নেটজনতার কাছে।

আরও পড়ুন -  ' সুবর্ণলতার ' সুর খালি গলায় গান শোনালেন, অভিনেত্রী অর্কজা

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘এক্স’এর একটি অফিসিয়াল পেজ ‘রূপেশ’ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল। এক কোরিয়ান মেয়েকে শাহরুখ খানের মতো করেই নেচে ভিডিও বানাতে দেখা গেছে।

সেই কোরিয়ান মেয়েটির নাচের ঝলক রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে গোটা সোশ্যাল দুনিয়ায়। সেই ঝলকের সূত্র ধরেই আপাতত সে একাংশের মাঝে চর্চিত হচ্ছেন।

আরও পড়ুন -  পুতিন কিয়েভ দখল করতে চেয়েছিলেন দুই দিনের মধ্যেইঃ CIA

বলিউডের কিং খান শাহরুখ খান। পর্দায় তারা এক ঝলকের আশায় থাকেন লক্ষ লক্ষ ভক্তরা।

গোটা বিশ্বে তার অনুরাগী রয়েছে। সেক্ষেত্রে ভাষা কিংবা দেশ বাধা হয়ে দাঁড়ায় না। শাহরুখ খানের দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘জাওয়ান’এর ট্রেলার মুক্তি পেয়েছে। তারপর থেকেই উচ্ছ্বাস দ্বিগুণ হয়েছে অনুরাগীদের মাঝে। মুক্তি পেয়েছে ছবির গানও। সদ্য মুক্তি পাওয়া ‘বান্দাএদাম’ গানের তালে কিং খানের নাচ রীতিমতো মন কেড়ে নিয়েছে।

আরও পড়ুন -  Hot Dance Video: অনুকৃতির উত্তপ্ত পারফরম্যান্স, হিন্দি গানে মাধুরী দীক্ষিতকে ছাড়িয়ে গেলেন, এই ভিডিও দেখে নিন

সেই গানের তালেই সিগনেচার স্টেপ করেছেন ঐ কোরিয়ান যুবতী। তার সেই দক্ষ ঝলকের সূত্র ধরেই সকলের নজর কেড়েছেন।