পবন সিংয়ের সঙ্গে টুকটুকে লাল শাড়িতে বিছানায় সাহসী রোম্যান্স মোনালিসার

Published By: Khabar India Online | Published On:

একটি ভোজপুরি গানের ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি নেটজগতে। প্রায় নেটমাধ্যমে এই ধরনের ভোজপুরি গানের ভিডিও ভাইরাল হচ্ছে এখন। সম্প্রতি পবন সিং এর সাথে মোনালিসাকে রোমান্টিক দৃশ্যে দেখা গিয়েছে পর্দায়।

ক্যামেরার সামনে ঘনিষ্ঠ হয়েছিলেন তারা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অনস্ক্রিন হিট জুটি এনারা। সম্প্রতি তাদের এই ভিডিওটিই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার জগতে।

আরও পড়ুন -  Sabudana khichuri: স্বাস্থ্যকর এবং স্বাদময় রেসিপি হলো সাবুদানা খিচুড়ি

যে গানের দৃশ্য তে ভাইরাল হয়েছে, সেই দৃশ্যেতে ফুলশয্যার ঘরে মোনালিসার সাথে ক্যামেরার কাছে ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে পবন সিংকে। ‘পালা সাটাকে’ গানের তালেই দেখা গিয়েছিল এই দুজনকে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম মোনালিসা। এটা সকলে জানেন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় মোনালিসা এবং পবন সিংয়ের এই ভাইরাল হওয়া রোমান্টিক ঝলক উষ্ণতা ছড়িয়েছে ভোজপুরি দর্শকদের একাংশের কাছে।

আরও পড়ুন -  খুব রোমান্টিক হয়ে উঠলেন মোনালিসা স্বামী বিক্রান্তের সাথে, এই ভিডিও দেখে ভক্তরা চনমনে হলেন– MONALISA HOT VIDEO

সেই দৃশ্য তাদের অনুরাগীরাও বেশ উপভোগ করেছেন, আর উল্লেখ করার প্রয়োজন নেই।

জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘ওয়েব মিউজিক’ থেকেই প্রায় ৬ বছর আগে পবন সিং এবং মোনালিসার এই গানের দৃশ্য শেয়ার করে নেওয়া হয়েছিল। এখন পৌঁছে গিয়েছে ২ কোটিরও বেশি মানুষের সামনে। এই ঝলকে একেবারে বিয়ের সাজগোজেই ‘পালা সাটাকে’র তালেই তাল মিলিয়েছিলেন। উল্লেখ্য গানের দৃশ্যটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘সরকার রাজ’এর। গানের কথা দিয়েছিলেন মনোজ মাতলাবি। সুর করেছিলেন ছোটে বাবা। পর্যায় এই গানটি গাইতে শোনা গিয়েছিল ছবির স্বয়ং অভিনেতা-গায়ক পবন সিংকেই।

আরও পড়ুন -  রাশিয়ার হামলার ১০ দিন, ইউক্রেনে