UTS App: অনলাইনে স্মার্টফোন দিয়ে বুক করুন লোকাল ট্রেনের টিকিট, লাইনে দাঁড়ানোর দিন শেষ, জেনে নিন

Published By: Khabar India Online | Published On:

ভ্রমণ করার জন্য ভারতীয় রেল সবথেকে পছন্দের ভারতীয়দের। কোনো জায়গায় যাওয়ার জন্য ভারতীয় রেলের সার্ভিস ব্যবহার করেন সাধারণ মানুষ।

প্রত্যেকদিন ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। এক শহর থেকে কাছাকাছি যাওয়ার জন্য সস্তার উপায় হলো লোকাল ট্রেন। রোজ কোটি কোটি মানুষ লোকাল ট্রেনে করে যাতায়াত করেন। তার মধ্যে সাধারণ টিকিটে যাতায়াত করে বহু সংখ্যক মানুষ।

আরও পড়ুন -  পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ

লোকাল ট্রেনে স্বল্প দূরত্বের ভ্রমণের টিকিট কাটতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এই জন্য অনেক সময় টিকিট পেতে দেরি হওয়ায় ট্রেন চলে যায়। আবার যাত্রীরা টিকিট ছাড়াই যাতায়াত করতে বাধ্য হতে হয়।

যদি টিটি ধরে তাহলে অনেক টাকা জরিমানা লাগে। এবার রেলওয়ের তরফে অনলাইন পরিষেবা চালু করা হয়েছে লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য। এবার স্মার্টফোনের মাধ্যমে অসংরক্ষিত টিকিট কাটা যাবে।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৯শে ডিসেম্বর (১৩ই পৌষ) বুধবার রাশিফল দেখুন

এই অ্যাপের নাম UTS। এই অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসে চলবে।

ব্যবহার করবেন UTS অ্যাপ কি করে?

1) গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন UTS অ্যাপটি।
2) এবার অ্যাপে নিজেকে নিবন্ধন করতে হবে।
3) তারপর আপনাকে অর্থপ্রদানের বিকল্প বেছে নিতে হবে, রিচার্জ করতে হবে।
4) তখন অনলাইনে সাধারণ ট্রেনের টিকিট বুক করতে পারবেন। এই টিকিট হবে কাগজবিহীন।
5) টিকিট বুক করার জন্য, আপনি কোথায় যেতে চান সে সম্পর্কে তথ্য দিন।
6) এরপর আপনাকে পেমেন্ট করে টিকিট বুক করতে হবে। এর পরে টিকিটটি আপনার অ্যাপে উপস্থিত হবে।
7) যদি চান, টিকিট প্রিন্ট করে নিতে পারেন।

আরও পড়ুন -  Tatkal Ticket: তৎকাল টিকিট ক্যানসেল করলে টাকা ফেরত কি করে পাবো? Indian Railway এর নিয়ম জেনে নিন