Parimony: প্রস্তুতি শুরু করে দিলেন পরীমনি, ছেলের প্রথম জন্মদিনের

Published By: Khabar India Online | Published On:

পরীমণি ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার ব্যক্তিগত জীবন সবসময় শিরোনামে থাকেন। নিজের জন্মদিন জাকজমকপূর্ণভাবে পালন করেন পরীমনি। গত বছরই নিজের জন্মদিনে পরী জানিয়েছিলেন যে, এবার থেকে আর নিজের নয়, ছেলের জন্মদিন ধূমধাম করে পালন করবেন।

ছেলের শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন আগামী ১০ অগাস্ট। বলাই বাহুল্য, ছেলের প্রথম জন্মদিনে এলাহি আয়োজন করবেন অভিনেত্রী। শুরু হয়েছে প্রস্তুতি।

গত বছর ১০ অগাস্ট পরীমণির কোলজুড়ে আসে তার এবং শরিফুল রাজের একমাত্র সন্তান রাজ্য। জন্মের পর থেকে প্রতি মাসেই ছেলের জন্ম তারিখ পালন করেছেন। ইতোমধ্যেই রাজের সঙ্গে দাম্পত্যে চিড় ধরেছে পরীর। তাঁরা আলাদা থাকতে শুরু করেন। রাজ্য তাঁর মায়ের সঙ্গেই থাকে, একা হাতেই ছেলেকে বড় করছেন অভিনেত্রী। সবকিছুর ভার সামলাচ্ছেন একা।

আরও পড়ুন -  Coffee Scrub: কফির স্ক্রাব ছেলেদের, ত্বকের যত্নে

ছেলেকে নিয়ে বরাবরই খুব ইমোশনাল নায়িকা। সোশ্যাল মিডিয়ার নানা পোস্টে উঠে আসে। তাই ছেলের এক বছরের জন্মদিনটি যে ভীষণ আনন্দের পরীমণির জন্য, তা বলার অপেক্ষা রাখে না। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে জমকালো আয়োজনেই রাজ্যর জন্মদিন পালন করতে চান পরীমণি। জন্মদিনের অনুষ্ঠানের জন্য ভেন্যু ঠিক করতে সম্প্রতি ঢাকার পাঁচতারা হোটেলে গিয়েছিলেন পরী।কিন্তু তিনি একা নন, অভিনেত্রীর সঙ্গে ছিলেন নায়িকার কাছের মানুষ পরিচালক চয়নিকা চৌধুরী এবং ছেলে রাজ্য।

আরও পড়ুন -  Short Film: গল্পের সেকেন্ডে সেকেন্ডে ছড়ানো উত্তেজনার স্পর্শ, লুকিয়ে দেখবেন এই শর্ট ফিল্মটি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘সে তার বার্থডে পার্টির ভেন্যু বুক করতে এসেছেন’। সঙ্গে যোগ করেছেন দুটি ইমোজিও। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মা এবং চয়নিকা চৌধুরীর হাত ধরে হোটেলে হাজির ছোট্ট রাজ্য। নিজের মতোই এগিয়ে চলেছে সে। অপর ভিডিয়োতে দেখা যাচ্ছে মা পরীর কোলে বসে বার্থডে বয় আর সামনে সাজানো একাধিক কেক, চলছে টেস্টিং সেশন। এই ভিডিয়ো দুটি দেখে নেটিজেনরা রাজ্যকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সাথে ভালোবাসা, আদর ও আশীর্বাদ জানিয়েছেন নেটিদর্শকরা।

আরও পড়ুন -  Women Trafficking: রিকশাচালক থেকে ডান্স ক্লাব, পরে নারী পাচার

ছবিঃ সংগৃহীত।