Iran: বিপর্যস্ত ইরান তাপমাত্রায়, ছুটি ঘোষণা দুদিনের সরকারি

Published By: Khabar India Online | Published On:

বিপর্যস্ত ইরান তাপমাত্রায়,ছুটি ঘোষণা দুদিনের সরকারি।

জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ইরানে মাত্রাতিরিক্ত তাপমাত্রার জন্য। দুদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে বুধবার এবং বৃহস্পতিবার সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ।

বয়স্ক নাগরিক এবং অসুস্থ লোকজনকে বাড়িতে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন -  Pakistan Parliament: তারিখ ঘোষণা হলো, পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়ার

মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে সরকারি এই ছুটির তথ্য জানানো হয়েছে। এখানে বলা হয়েছে, অতীতের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছানোয় সরকার দেশজুড়ে ছুটি ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের অনেক শহর ইতিমধ্যে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কবলে রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে চলতি সপ্তাহে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

আরও পড়ুন -  LPG Gas সিলিন্ডারে থাকবে QR কোড, স্ক্যান করে পাবেন সুবিধা

সরকারের মুখপাত্র আলী বাহাদোরি-জাহরোমি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, বুধবার এবং বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইরানের সরকারি-বেসরকারি সব হাসপাতাল উচ্চ সতর্ক থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন -  যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩, ইরানে

বুধবার তেহরানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ভয়াবহ তাপপ্রবাহ দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রার এমন প্রভাব পড়ছে বলে বিজ্ঞানীরা মন্তব্য করেছিলেন।

ছবিঃ সংগৃহীত।