রাশিয়া শান্তি আলোচনা প্রত্যাখ্যান করে নাঃ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

Published By: Khabar India Online | Published On:

রাশিয়া শান্তি আলোচনা প্রত্যাখ্যান করে নাঃ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা রাশিয়া প্রত্যাখ্যান করে না বলে দাবি করেছেন। তার মতে, আফ্রিকান শান্তি উদ্যোগের পাশাপাশি এ সম্পর্কিত চীনা প্রস্তাবও এর ভিত্তি হিসেবে কাজ করতে পারে। শনিবার তিনি এই মন্তব্য করেন। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন -  Web Series: ভাগ্নেকে দিয়ে খিদে মেটালেন মামী এই ভাবে, একদম সিরিজটি বাচ্চাদের সামনে দেখা যাবে না

সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতাদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। পুতিন বলেন, আফ্রিকার পাশাপাশি চীনও শান্তি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

যুদ্ধ বিরতির বিষয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সেনাবাহিনী আক্রমণ চালালে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা কঠিন।

আরও পড়ুন -  Putin: সিআইএর কাছে তথ্য নেই, পুতিনের অসুস্থতার

শনিবার গভীর রাতের ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনের ফ্রন্টলাইনে আপাতত তৎপরতা জোরদার করার কোনো পরিকল্পনা নেই।

সাম্প্রতিক হামলাগুলোর বিষয়ে পুতিন সাংবাদিকদের বলেন, চলতি মাসের শুরুতে ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে দুইজনের মৃত্যু হয়। এটি একটি সন্ত্রাসী হামলা ছিল। তারপরেই মস্কো কিছু ‘প্রতিরোধমূলক হামলা’ চালিয়েছিল।গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও প্রেসিডেন্ট পুতিনের সাথে সাতটি দেশের নেতা এবং প্রতিনিধিসহ একটি আফ্রিকান দল সাক্ষাৎ করার পরে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -  Viral Video: নোরা ফতেহি ফেল মোষের এই নাচে, ভিডিও দেখে আনন্দে লাফাবেন সকলে

ছবিঃ সংগৃহীত