‘Trending Song’, কি রকম ভাবে কোমর নাচালেন এই যুবতী ভোজপুরি গানে, দেখে দর্শকরা চাঙ্গা হলেন

Published By: Khabar India Online | Published On:

এখনকার সময়ে অথবা দিনে সোশ্যাল মিডিয়া এই প্রজন্মের কাছে একটা দামী মাধ্যম হয়েছে। বহু জন এই সোশ্যাল মিডিয়াকে মাধ্যম বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের কাছে চলে গেছেন।

এর ফলও পাচ্ছেন। এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় কিছুই ভাইরাল হতে সময় নিচ্ছে না। কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তিনি সফল হবেন। এখন আর বলার দরকার নেই।

আরও পড়ুন -  US Journalist: খেলা চলাকালে মার্কিন সাংবাদিকের মৃত্যু, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে

যেমন নিজের গান, নাচ, আঁকা বা আবৃত্তির ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী হন এই সোশ্যাল মিডিয়ার দ্বারা। সম্প্রতি এক সুন্দরী যুবতী সুইটি মিশ্রা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন অনেক মানুষের সামনে।

সাথে পেলেন পরিচিত নেটিজেনদের একাংশের কাছে। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়েছে বর্তমানে। এক্ষেত্রে ইনস্টাগ্রাম এখনকার প্রজন্মের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

সাম্প্রতিক ভাইরাল হাওয়া ঝলকে সুইটিকে একটি হিট, জনপ্রিয় ভোজপুরি গানের তালেই ইনস্টারিল বানাতে দেখা গিয়েছে। তিনি লাল ব্লাউজ সাথে ছাই রঙের সিল্কি পেটিকোটেই ছিলেন। ছিলেন খোলা চুলে, নিয়েছিলেন গ্লসি মেকাপও।মানানসই জমকালো কানের দুল। নিজের এই নাচের প্রতিভার জন্যই নেটজনতার একাংশের মাঝে পরিচিত।

আরও পড়ুন -  ২১ জানুয়ারি পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর, কেমন দল করলো ফ্রাঞ্চাইজিগুলো

নেট জগতে তার অনুরাগীর সংখ্যাও বহু। এমন ধরনের একাধিক জনপ্রিয় ভোজপুরি গানের তালে প্রায়ই দেখা যায়। নিজের সাম্প্রতিক রিলের সূত্র নিয়ে দারুন প্রশংসিত।