৫.৬ মাত্রার ভূমিকম্প আন্দামান দীপপুঞ্জে

Published By: Khabar India Online | Published On:

৫.৬ মাত্রার ভূমিকম্প আন্দামান দীপপুঞ্জে।

আন্দামান-নিকোবরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

শনিবার সকাল ৭টা ২৬ মিনিটে পোর্ট ব্লেয়ারের কাছে এই ভূমিকম্প আঘাত করে।

আরও পড়ুন -  টরন্টোতে দুর্গা পুজো

এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোর্ট ব্লেয়ার থেকে ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৯ কিলোমিটার।

কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন -  সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিলেন শ্রাবন্তী !

চলতি বছরে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এটি তৃতীয় ভূমিকম্প। আগে চলতি বছরের জানুয়ারিতে আন্দামান সাগরে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে ভূমিকম্পের গভীরতা ছিল ৭৭ কিমি। সেই সময় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে ভূমিকম্পের অবস্থান জানিয়ে টুইটও করা হয়েছিল।

আরও পড়ুন -  Earthquake: শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, চীনে

চলতি বছরের মার্চে দ্বিতীয় ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলডি জানিয়েছিল ভূমিকম্পের উৎসস্থল ছিল ১০ কিমি গভীরে।