ছয় মাসে ৯ শতাধিক অভিবাসীর মরদেহ উদ্ধার তিউনিসিয়া উপকূল থেকে

Published By: Khabar India Online | Published On:

ছয় মাসে ৯ শতাধিক অভিবাসীর মরদেহ উদ্ধার তিউনিসিয়া উপকূল থেকে।

তিউনিসিয়া উপকূল থেকেই ডুবে যাওয়া ৯ শতাধিক অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত।

ইউরোপের উদ্দেশে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণহানির ঘটনাগুলো ঘটছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন -  রাস্তায় ধ্বস, বাড়িঘরে বিরাট ফাটল, জোশিমঠের অবস্থা দেখুন

বুধবার তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল ফেকি বলেছেন, তিউনিসিয়া উপকূল থেকে ডুবে যাওয়া ৯০১ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড চলতি বছরের শুরু থেকে গত ২০ জুলাই পর্যন্ত মরদেহ উদ্ধার করেছে।উপকূলীয় এলাকায় অভিবাসীদের মরদেহ উদ্ধারের নজিরবিহীন রেকর্ড।

আরও পড়ুন -  কাজলের দুইবার মিস ক্যারেজ হয়েছিল, সত্য ফাঁস করলেন নিজেই

সাব-সাহারা আফ্রিকা অঞ্চল থেকে প্রায়ই শত শত অভিবাসীকে বহনকারী নৌকা ইতালির উপকূলের উদ্দেশে যাত্রা করে। উত্তাল সাগর পাড়ি দিতে গিয়ে এসব নৌকা দুর্ঘটনার কবলে বার বার পড়েছে।

আরও পড়ুন -  Virat Kohli: ইতিহাস গড়বেন কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে, এই দুর্দান্ত রেকর্ড করবেন

আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের দারিদ্র্য এবং সংঘাত থেকে পালিয়ে আসা মানুষ ভালো ভাবে বাঁচার জীবনের আশায় ইউরোপে যাওয়ার জন্য প্রধান পয়েন্ট তিউনিসিয়া।