Biswarup Bandyopadhyay: ‘গৌরী এলো’-র নায়ক ঈশান, সংসারী হতে রাজি নন!

Published By: Khabar India Online | Published On:

‘গৌরী এলো’-র টিআরপি যথেষ্ট ভালো থাকা সত্ত্বেও, ধারাবাহিকের স্লট পরিবর্তন হওয়ার ফলে ধাক্কা খেয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকটি।পরিচালকের মতে, স্লট পরিবর্তনের সিদ্ধান্ত তাঁর নয়। এই সিদ্ধান্ত নেয় প্রযোজনা সংস্থা এবং চ্যানেল।

‘গৌরী এলো’-র স্লট পরিবর্তন নিঃসন্দেহে চ্যানেলের ভুল সিদ্ধান্ত। টিআরপি যথেষ্ট নিম্নমুখী হলেও গৌরী-ঈশানের অনস্ক্রিন রসায়ন দর্শকদের খুব পছন্দ। ঈশানের চরিত্রে অভিনয় করছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Biswarup Bandyopadhyay)।

আরও পড়ুন -  Abir Chatterjee: আবীরের স্ত্রী নন্দিনী, ক্যামেরার আড়ালে থাকেন কেন?

ধারাবাহিক ‘শ্রীচৈতন্য মহাপ্রভু’-র মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ হয়েছিলো বিশ্বরূপের।কিন্তু জনপ্রিয়তা লাভ করেন ‘গৌরী এলো’-র মাধ্যমে। অভিনেতা বিশ্বরূপের প্যাশন হল ট্র্যাভেল। ঘুরে বেড়াতে ভালোবাসেন।সেই কারণেই সংসারী হতে চান না বিশ্বরূপ। এমনকি ‘গৌরী এলো’ অফ এয়ার হওয়ার পর কোথায় ঘুরতে যাবেন তা ঠিক করে ফেলেছেন বিশ্বরূপ। তিনি জানালেন, একটু টাকা-পয়সা জমলেই ঘুরতে বেরিয়ে পড়েন। টাকা শেষ হয়ে গেলে তবেই কাজে ফিরে আসেন বিশ্বরূপ। ‘গৌরী এলো’ অফ এয়ার হলে উত্তর পূর্ব ভারত বা উত্তরাখন্ড ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে তাঁর বলে জানালেন বিশ্বরূপ।

আরও পড়ুন -  Sidharth Shukla: প্রয়াত জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা, শোকের ছায়া বলিউডে !

বিয়ে করে সংসারী হওয়ার প্ল্যান নেই বিশ্বরূপের। তাঁর মতে, বিপুল পরিমাণ জনসংখ্যার দেশে আরও একটি নতুন মানুষকে নিয়ে আসার অর্থ সমাজসেবা। সমাজের প্রতি দায়িত্ব পালন করতে চান বিশ্বরূপ। সেটা অবশ্য বহুদিন ধরে পালন করছেন।

সম্প্রতি সামনে এসেছে বিশ্বরূপের এই বিশেষ কাজ। পুরুলিয়া এবং শিলিগুড়ি অঞ্চলের দুঃস্থ বাচ্চাদের পড়াশোনা সাথে কর্মসংস্থানে সাহায্য করেন বিশ্বরূপ। নিজেই এই বিষয়ে গোপনতা অবলম্বন করেছিলেন বিশ্বরূপ।

আরও পড়ুন -  Horoscope: আজ ২রা আগস্ট, রাশিফল পড়ুন

কিন্তু এখন সাহায্যের প্রয়োজন রয়েছে।তাই সমাজসেবামূলক কাজকে প্রচারের আলোয় নিয়ে এসেছেন। আগামী দিনে অর্ণব মিদ্যা (Arnav Midya) নির্মিত ফিল্ম ‘মেঘলা’-য় দেখতে পাওয়া যাবে।