Akshara Singh: একবার ছাদে আবার একবার বারান্দায় অক্ষরা সিংয়ের সঙ্গে এই রকম রোম্যান্সে মাতামাতি করলেন নিরহুয়া, তোলপাড় সৃষ্টি এই ভিডিও

Published By: Khabar India Online | Published On:

Akshara Singh:একবার ছাদে আবার একবার বারান্দায় অক্ষরা সিংয়ের সঙ্গে এই রকম রোম্যান্সে মাতামাতি করলেন নিরহুয়া, তোলপাড় সৃষ্টি এই ভিডিও।

দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়াকে খুব পছন্দ করে ভোজপুরি সিনেমার ভক্তরা। নিরহুয়া শুধু অভিনয়ের নয়, তার দুর্দান্ত কণ্ঠের জন্যও দারুন পরিচিত। সিনেমার সাথে এখন রাজনীতির জগতেও ছাপ ফেলেছেন।

আরও পড়ুন -  Viral: বাঁচালেন বর বউকে বিয়ের সময়ে, ভিডিও দেখে সকলের দাবী এমন বরই চাই!

আজকের সময়ে মানুষ তাকে এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন।

নিরহুয়া সাথে ভোজপুরীর বিখ্যাত অভিনেত্রী আম্রপালি দুবে অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। নিরহুয়া ২০২২ সালের সবচেয়ে সফল ভোজপুরি অভিনেতাদের মধ্যে একজন।

আরও পড়ুন -  Web Series: ভাগ্নেকে দিয়ে খিদে মেটালেন মামী এই ভাবে, একদম সিরিজটি বাচ্চাদের সামনে দেখা যাবে না

অক্ষরা সিং ও দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়ার একটি নতুন ভিডিও সম্প্রতি সামনে এসে গেছে। এখানে দেখা যাচ্ছে দুজনেই ছাদে খাট বিছিয়ে রোমান্স করছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল। এই ভিডিওর মারি চৌকা পে চৌকা গানটি এখন পর্যন্ত ১.২৫ লাখেরও বেশি মানুষ দেখে নিয়েছেন।

আরও পড়ুন -  কুলটির শ্রীপুর গ্রাম অঞ্চলের এক বৃদ্ধ এর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

ভোজপুরি ইন্ডাস্ট্রির এই দুই অসাধারণ শিল্পীর এই জুটি বেশ জনপ্রিয়। এই গানটি গেয়েছেন দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া ও স্বাতী শর্মা। গানটি লিখেছেন সত্য সাভারকর। এই ভিডিও দেখে সকলের শরীরে রীতিমতো আগুন হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় খুব শেয়ার হচ্ছে এই ভিডিওটি।