এই রকম ঘনিষ্ঠ দৃশ্য আলিয়া নাজের, দেখলে আরও গরম হবেন, সিরিজটি দেখার আগে বন্ধ করুন দরজা

Published By: Khabar India Online | Published On:

আগের সময়ে নিষিদ্ধ সিনেমা টেলিভিশনে গভীর রাতে দেখানো হতো। যখন সকলে ঘুমিয়ে পড়তো। মানুষ এই ধরনের নিষিদ্ধ সিনেমাগুলি দারুন উপভোগ করতো।

করোনার সময়, পৃথিবী ঘরের মধ্যে বন্দি হয়েছিলেন। সেই সময়ে মানুষ বিনোদনের জন্য ওয়েব প্ল্যাটফর্মকে কাজে লাগালেন।নানান ওয়েব মিডিয়াতে অনেক সিরিজ রিলিজ হয়েছিলো। যার রস চেটেপুটে উপভোগ করেছেন নেট ভক্তরা।

সেই অভ্যাস রয়ে গেছে।যতই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হোক, বাড়িতে বসে সিরিজ দেখার আলাদাই মজা আছে। সেটা এখন নেট দর্শকরা জেনে গেছেন।

আরও পড়ুন -  ভোটের সময় কৃষকদের কাছে আসছেন এক মুঠো চাল চাইতেঃ রাকেশ টিকায়াত

এই ওয়েব সিরিজ গুলো সকলের সামনে একদম দেখা যাবে না। অবশ্যই প্রাইভেসি মেনে দেখা যাবে।এই রকম ওয়েব সিরিজ গুলোকে দেখার জন্য একলা দেখবেন। তার কারণ এই ওয়েব সিরিজগুলোতে মাত্রা অতিরিক্ত শরীরী খেলা দেখানো হয়।বড়দের সামনে বা ছোটদের সামনে একেবারেই দেখতে পারবেন না।

সম্প্রতি বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা হচ্ছে।বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম যেমন উল্লু, প্রাইম শর্টস, সিনে প্রাইম, taak এতে শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে বহু গল্প নিয়ে সিরিজ করা হয়। যেটা দেখে নেট দর্শকরা উন্মাদনার হয়ে পরেন।এই উন্মাদনাকে ধরে রাখতে এই ওয়েব সিরিজগুলো শুরু করা হয়। এইগুলি দেখে নতুন প্রজন্ম রীতি মতন পাগল হয়।

আরও পড়ুন -  সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ নেট দুনিয়ায়, অভিনেত্রী রাজসী অভিনয় করেছেন এই দৃশ্যে, WAtch Video

এই প্রজন্ম তাদের প্রত্যেকের হাতেই এখন একটা করে স্মার্ট ফোন রয়েছে। এখন ব্যস্তময় জীবনে যখন টেলিভিশনের সিনেমা দেখার সময় নেই, ঠিক সেই সময় রাতে একটা ফোন দিয়ে সব কিছু দেখা হয়ে যায় সহজে।

সেই জন্য এই প্রজন্ম অনেক অংশে ঝুঁকছে। এই ফোনের দ্বারা OTT প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে। এই সিরিজগুলো দেখতে গেলে প্রাইভেসি মেইনটেইন করে তারপর দেখবেন।

আরও পড়ুন -  পরপুরুষের সঙ্গে মাখোমাখো সম্পর্ক ঘরের বউয়ের, বাচ্চাদের সামনে দেখবেন না একদম এই সিরিজটি

কয়েকদিন আগে প্রাইম শটে অসাধারণ একটি ওয়েব সিরিজ রিলিজ করেছে। নাম ‘ভাসাদ‘। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া নাজ। প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে তিনি তার বাবাকে বলছেন ‘পঙ্কজ’ নামে তার একটি বয়ফ্রেন্ড আছে, তাকে তিনি বিয়ে করবেন। সেইটা শুনে তার বাবা প্রচন্ড রেগে উঠেন।এরপর তিনি অন্য ছেলের সাথে শারীরিক সম্পর্কে মেতে উঠলেন। তাও বাবা মেনে নিলেন না। এরপর কি হলো? চটপট দেখে নিন অসাধারণ ভিডিওটি।