চাবুক ফিগার দৃশ্যমান সরু ফিতের গাউনে, হট লুকে বকুল ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

চাবুক ফিগার দৃশ্যমান সরু ফিতের গাউনে, হট লুকে বকুল ভাইরাল।

এই সময়ে ঊষসী রায় (Ushashi Ray) ছোট পর্দা থেকে সরে ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত আছেন।তিনি বড় পর্দাতেও খুব শীঘ্রই ডেবিউ করতে চলেছেন। একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করছেন।একবার ঊষসী জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া ছাড়া চলতে পারেন না।

সেই কারণে সোশ্যাল মিডিয়ায় ঊষসী যথেষ্ট অ্যাকটিভ। নিত্যনতুন ফটোশুট শেয়ার করেন। সপ্তাহান্তে ঊষসী সকলের সাথে ভাগ করে নিলেন তাঁর নতুন ফটোশুটের ঝলকটি।

আরও পড়ুন -  Mouni Roy: স্বচ্ছ শাড়িতে উঁকি দিচ্ছে চকচকে ফর্সা শরীর, আবার ভাইরাল মৌনি!

ঊষসীর শেয়ার করা ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে সোনালি রঙের বডিকন গাউন। ডাবল নুডল স্লিভের এই গাউনের নেকলাইন ডিপ। উন্মুক্ত রয়েছে ঊষসীর ক্লিভেজ। পিঠের দিকেও গাউনটি ডিপ কাট। উজ্জ্বল মেকআপ করেছেন ঊষসী। গোলাপি আইশ্যাডোর ব্যবহার করেছেন তাঁর চোখে। আছে কালো আইলাইনারের টান। লাল রঙের লিপস্টিকে ঠোঁটে। সাথে গালে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। ঊষসী চুলে বেঁধেছেন মেসি বান। ফ্রিঞ্জ ছড়িয়ে রয়েছে মুখের চারপাশে। কানে রয়েছে পোশাকের সাথে মানানসই সোনালি রঙের জাঙ্ক ইয়ারিং। বাঁ হাতে রয়েছে স্টোন স্টাডেড সোনালি রঙের ব্রেসলেট।

আরও পড়ুন -  উষ্ণতা ছড়াতে শুরু করলেন প্রিয়া, প্রথম এসেছিলেন চোখ মেরে, এবার ?

ঊষসী ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, তিনি সারা সপ্তাহ কোরিয়ান ব্যান্ড ট্রুপ বিটিএস-এর সর্বকনিষ্ঠ সদস্য জংকুক (Jungkook)-কে দেখে কাটিয়ে দিয়েছেন।

আগামীতে ঊষসীকে দেখা যাবে রাজদীপ ঘোষ (Rajdeep Ghosh) পরিচালিত ফিল্ম ‘আয়ুরেখা’-য়। এই ফিল্মে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে।সাম্প্রতিক কালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘গভীর জলের মাছ’-এ তাঁর অভিনয় প্রশংসিত পেয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Ushasi(ঊষসী)Ray (@ushasi)