Haryanvi Video: এই হরিয়ানভি নৃত্যশিল্পী মঞ্চে এমন নাচ করলেন দর্শকরা এক হাত জিভ বার করলো

Published By: Khabar India Online | Published On:

Haryanvi Video: এই হরিয়ানভি নৃত্যশিল্পী মঞ্চে এমন নাচ করলেন দর্শকরা এক হাত জিভ বার করলো।

নেট জগতে এখন প্রায় হরিয়ানভি গানের ভিডিও ভাইরাল হচ্ছে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় দর্শকদের। হারিয়ানভি ডান্সার হিসেবে প্রীতি যাদব খুব পরিচিত দর্শকদের কাছে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য বসে থাকেন ঘণ্টার পর ঘণ্টা।

আরও পড়ুন -  Sudan: নিহত ৫২৮, দুই সশস্ত্র বাহিনীর সংঘর্ষ, সুদানে

তিনি নিজের নাচের প্রতিভার মাধ্যমেই বহু মানুষের মাঝে পরিচিত পেয়েছেন এখন বলার আর দরকার নেই।সম্প্রতি তার নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

‘রচনা তিওয়ারি সোনটেক’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকেই মানবীর এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে কিছু দিন আগে। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তার নাচের এই ঝলক পৌঁছে গিয়েছে ১৩ হাজারেরও বেশি মানুষের সামনে। তিনি যখন স্টেজের উপর উঠেন মানুষের ভিড় সামলানো কঠিন হয়।

আরও পড়ুন -  Deepak Chahar: দ্বিতীয় ইনিংস শুরু করলেন দীপক চাহার

সম্প্রতি এই ভাইরাল হওয়া ঝলকে প্রীতি যাদব জনপ্রিয় ধামাকেদার হরিয়ানভি গান ‘মেরে কা দেখেগা ভার্তার’এর তালেই আসর জমাতে দেখা গিয়েছে, যেটা দেখে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন দর্শকরা।

আরও পড়ুন -  স্বপ্না চৌধুরী লাল স্কার্ফ হাওয়াতে নাড়িয়ে নাচ দেখালেন, দর্শকরা হা করে দেখলেন

কয়েকদিন আগেকার এই ভাইরাল হওয়া ভিডিওতে প্রীতির পরনে ছিল একটি সালোয়ার কামিজ।তার সাথে আরো একজন নাচ্ছিলেন। তিনিও আসর জমাতে কোনো খামতি রাখেননি। সম্প্রতি প্রীতির নাচের এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেট দর্শকদের একাংশের মাঝে আবার চর্চায় রয়েছেন।