অনিয়ন্ত্রিত হয়ে পবন সিং করলেন এমন কাজ কাজল রাঘওয়ানিকে নিয়ে, Bhojpuri Video

Published By: Khabar India Online | Published On:

প্রায় প্রতিদিন ভোজপুরি গানের ভিডিও ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে কেন? কারণ মানুষ যা বেশ পছন্দ করেন সব কিছু থাকে এই সব গান গুলিতে। পবন সিং ও কাজল রাঘওয়ানির জুটি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে খুবই বিখ্যাত। দর্শকরা তাদের সিনেমা এবং গানের জন্য রীতিমতো উদগ্রীব হয়ে থাকেন।

তাদের জুটির এই কেমিস্ট্রির দৌলতে জন্য এখনকার দিনে দাড়িয়ে কাজল এবং পবনের এই জুটি নিরহুয়া এবং আম্রপালির জুটিকেও টেক্কা দিয়েছে। ভক্তরা কাজল রাঘবানির এক ঝলক পাওয়ার জন্য এতটাই মরিয়া থাকে ইন্টারনেটে লড়াই লেগে যায়। আবার এই দুজনের একটি ভিডিও ইন্টারনেট দুনিয়ায় কাঁপিয়ে দিচ্ছে। দেখে আপনিও পাগল হয়ে উঠবেন।

আরও পড়ুন -  Tiyasha Roy: ‘দেবী কৌশিকী’র বেশে, শ‍্যামা আসছে মহালয়ার ভোরে

কেকরা সে মাঙ্গি উধার গানটি আবারও ইউটিউবে ট্রেন্ডিং হয়েছে। গানে পবন সিং ও কাজল রাঘবানিকে একে অপরের সঙ্গে রোমান্স করতে দেখা যাচ্ছে ভিডিওতে। দারুন কমলা পোশাকে কাজল রাঘবানিকে আরও লাস্যময়ী ও সুন্দর করে দিয়েছে। এই নাচের ভিডিওটি ২১ অক্টোবর ২০২২-এ ইউটিউবে প্রকাশিত হয়েছিল। ভিডিওটি এখন পর্যন্ত এক মিলিয়নেরও বেশি মানুষ দেখে নিয়েছে। সংখ্যাটিই বলে দেয় যে তাদের দুজনকে একসাথে দেখার ক্রেজ কতটা জনপ্রিয়। দুজনেই তাদের অভিনয় দক্ষতায় গোটা বিশ্ববাসীকে পাগল করে তুলেছেন।

আরও পড়ুন -  Dance Video: লাস্যময়ী কায়দায় ব্যাপক নাচ বৌদির বাড়ির ছাদে শাড়ি পরে, ভাইরাল হলো ভিডিও

এই ভিডিওটি ৩১ হাজারেরও বেশি লাইক হয়েছে। সকলে গানটি দেখার পরে কমেন্ট বক্সে ভর্তি করে দিয়েছেন তাদের মন্তব্য। গানটি গেয়েছেন পবন সিং, ইন্দু সোনালী এবং গানের কথা লিখেছেন সুমিত সিং চন্দ্রবংশী। সঙ্গীত দিয়েছেন ছোটু বাবা। গানটিতে দুজনের রসায়ন দেখা যাচ্ছে পুরো ভরপুর। DRJ RECORD DESI নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে।

আরও পড়ুন -  KIFF: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৫০ শতাংশ দর্শক নিয়েই শুরু হবে