জলপরীর মতো সুন্দর রণবীর কাপুরের শ্যালি, যদি চেহারা দেখেন প্রেমে পড়বেন, ছবি রইল

Published By: Khabar India Online | Published On:

জলপরীর মতো সুন্দর রণবীর কাপুরের শ্যালি, যদি চেহারা দেখেন প্রেমে পড়বেন, ছবি রইল।

কম চর্চা হয়নি মিডিয়ার পাতায় রণবীর কাপুর এবং আলিয়া ভাটের রসায়ন এর কথা নিয়ে। প্রায়ই কোন না কোন কারণে চর্চায় আসেন। বিয়ে থেকে শুরু করে সন্তান সবই মিডিয়া থেকে সাধারণের চর্চার কেন্দ্রবিন্দুতে। সেকথা আর বলার দরকার নেই। আপাতত এই তারকা জুটি একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরেই মিডিয়ার পাতায় আবার চর্চায় এলেন।

আরও পড়ুন -  Meta: কর্মী ছাঁটাই করলো মেটা, ১১ হাজার

পারভিন ববির সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিরণ ভাটের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। পরবর্তীকালে তার সাথেও বিচ্ছেদ ঘটে যায় পরিচালকের। তারপর সনি রাজদানের সাথে আবারো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদেরই দুই সন্তান আলিয়া ভাট এবং শাহিন ভাট। এবার মিডিয়ার পাতায় শাহিনের সূত্র ধরেই চর্চিত রণবীর-আলিয়া যুগল।

আরও পড়ুন -  Urfi: আমেরিকান ডিজিটাল ক্রিয়েটর উরফির সাজ নকল করে চর্চায়, নেটজনতা কি বলেছেন?

আলিয়ার বড় দিদি তিনি। রণবীর কাপুরের শালিকা। এনার অভিনয় জগৎ-এর সাথে তার সরাসরি যোগসূত্র না থাকলেও, তিনি এই অভিনয় দুনিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মা থেকে শুরু করে বাবা বোন সকলেই এই অভিনয় দুনিয়ার মানুষ। সেকথা আর বলার প্রয়োজন নেই।

আরও পড়ুন -  Tower Block: মৃত্যু বেড়ে ৩৪, ইরানে টাওয়ার ব্লক ধসে

এই মুহূর্তে শাহিন ভাটের বেশ কিছু ছবির ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই সূত্র ধরেই একাংশের মত, বলিউডের একাধিক ডিভার পাশাপাশি নিজের বোন আলিয়া ভাটকেও স্মার্টনেসর কিংবা সৌন্দর্যের দিক দিয়ে টেক্কা দিতে পারেন।