Sreemoyee Chattoraj: বিকিনি পরার জন্য কটাক্ষের মুখে কাঞ্চনের চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টরাজ

Published By: Khabar India Online | Published On:

‘কৃষ্ণকলি’-র মাধ্যমে টেলিভিশনের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) জি বাংলার একদা জনপ্রিয় ধারাবাহিকে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে শ্রীময়ী বিধানসভা নির্বাচনের পর জড়িয়ে পড়েন বিতর্কে। অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)-এর সাথে তাঁর সম্পর্ক নিয়ে তোলপাড় হয়েছিলো।

কাঞ্চনের স্ত্রী পিঙ্কি (Pinky) শ্রীময়ীর সাথে তাঁর স্বামীর পরকীয়ার অভিযোগ করেছিলেন। ঘটনা গড়িয়েছিল থানা পর্যন্ত। ফলে শ্রীময়ীর কেরিয়ারের যথেষ্ট ক্ষতি হয়েছিল। আবার টেলিভিশনের জগতে অভিনয় শুরু করেছেন। তিনি শুটিংয়ের মাঝে সময় পেতেই ঘুরতে গেলেন ফুকেত-এ।

আরও পড়ুন -  Imran Khan: পেশোয়ারে নিহত ৪, ব্যাপক বিক্ষোভ পাকিস্তানে

আগে শ্রীময়ীকে সোশ্যাল মিডিয়ায় বোল্ড ছবি শেয়ার করতে দেখা গিয়েছিল। ফুকেত থেকে এবার বিকিনি পরা ছবি ইন্সটাগ্রামে শেয়ার করলেন। শ্রীময়ীর শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে লাল রঙের বিকিনি। সেখানে রয়েছে নীল-হলুদ-সাদা সুতোর বুনোট। বিকিনিটি হল্টারনেক। হাই ওয়েস্ট বিকিনি পরার ফলে শ্রীময়ীর নাভিমূল উন্মুক্ত নেই। এমনকি ক্লিভেজও উন্মুক্ত নয়। উজ্জ্বল মেকআপ করেছেন শ্রীময়ী। লাল রঙের লিপস্টিকে ঠোঁট রাঙিয়েছেন। পায়ে রয়েছে ট্রান্সপারেন্ট বিচ স্লিপার। ফুকেত-এর পাটং বিচে ছবিগুলি তুলেছেন শ্রীময়ী। সূর্যোদয়ের সময় তাঁকে দেখা যাচ্ছে সি-বিচে ঘুরে বেড়াতে। কখনও বা সূর্যের আলো গায়ে মেখে সমুদ্রকে উপভোগ করে নিচ্ছেন।

আরও পড়ুন -  Sreemoyee Chattoraj: কাঞ্চনকে বিয়ের পরেই জবাব শ্রীময়ীর

ছবিগুলি শেয়ার করে শ্রীময়ী লিখেছেন, সুখ কখনও গন্তব্য নয়, শুধুমাত্র একটি রাস্তা। এদিকে শ্রীময়ী বিকিনি পরে যথেষ্ট সমালোচিত হয়েছেন। তাঁর ছবির কমেন্ট সেকশন ভরে গিয়েছে অশালীন কটাক্ষে। তাঁকে বিকিনি পরে মোটেও ভালো লাগছে না বলে মত প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। উঠেছে কাঞ্চনের সাথে তাঁর সম্পর্কের প্রসঙ্গ নিয়ে। শ্রীময়ী কোনো সমালোচনার উত্তর দেননি। বর্তমানে তাঁকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।