ক্যারিয়ার ধ্বংস করবেন পান্ডিয়া, এই ক্রিকেটারের বন্ধ হতে পারে জাতীয় দলে ফিরতে

Published By: Khabar India Online | Published On:

হার্দিক পান্ডিয়ার বিকল্প হয়ে ওঠা ভারতের তরুণ ক্রিকেটার আর সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে। ভবিষ্যতেও হার্দিক পান্ডিয়াকে পেছনে ফেলে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে তরুণ ভারতীয় ক্রিকেটারের। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ইঞ্জুরির কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া।

তার স্থানে জাতীয় দলে খেলার সুযোগ পান আইপিএলে বিধ্বংসী পারফরমেন্স করা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। সম্প্রতি হার্দিক পান্ডিয়া জাতীয় দলে প্রত্যাবর্তন করতেই নিজের জায়গা হারিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার।

আরও পড়ুন -  IPL 2023: ‘গোল্ডেন ডাক’ ফাস্ট বলে, রোহিতকে মুক্তি দিলেন দীনেশ কার্তিক, চলতি আইপিএলে লজ্জার রেকর্ড থেকে

চোট কাটিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করে মোটের উপর বেশ ভালোই পারফরম্যান্স এ রয়েছেন হার্দিক পান্ডিয়া। গুজরাটের হয়ে আইপিএলের পুরো মরশুম অধিনায়কত্ব করেছেন তিনি। এর পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দলের ব্যাটন সামলেছেন পান্ডিয়া। এই পরিস্থিতিতে রোহিত শর্মার অধীনে জাতীয় দলে সুযোগ পাওয়া ভেঙ্কটেশ আইয়ারের প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে পড়েছে।

আরও পড়ুন -  Rabindra Jadeja: রবীন্দ্র জাদেজার মাঠে ফেরা নিশ্চিত হল, রানের বৃষ্টি করবেন এই দলের বিরুদ্ধে

উল্লেখ্য, ভারতীয় দলে হার্দিক পান্ডিয়া প্রত্যাবর্তন করার পর থেকে এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলার সুযোগ পাননি ভেঙ্কটেশ আইয়ার। ২০২৩ আইপিএলে কলকাতার জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। ১৪ ইনিংস ব্যাট করে তিনি ২৮.৮৬ গড়ে ও ১৪৫.২৫ স্ট্রাইক রেটে সর্বমোট ৪০৪ রান করেছেন।

আরও পড়ুন -  Suryakumar Yadav: শেষ ৬ ম্যাচের ৪ ইনিংসে ‘গোল্ডেন ডাক’! BCCI বড় সিদ্ধান্ত নিতে পারে

সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ভেঙ্কটেশ আইয়ার নিজেই জানিয়েছেন,কেন জাতীয় দলে তিনি সুযোগ পাচ্ছেন না। এদিন তিনি বলেন,’হার্দিক পান্ডিয়ার বিকল্প হয়ে উঠতে গেলে প্রথমে হার্দিক পান্ডিয়ার মত পারফরমেন্স করতে হবে। পান্ডিয়ার অসাধারণ দক্ষতা রয়েছে, যার ধারের কাছেও নেই আমি। কিন্তু আগামীতে জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে চলেছি।‘