SRK ‘Jawan’ Look: ভক্তদের হার্টবিট বেড়ে গেলো শাহরুখ খানের লুক দেখে, দেখে নিন

Published By: Khabar India Online | Published On:

এই বয়সেও খেল দেখিয়ে চলেছেন একের পর এক। এই রকম কত জন পারেন। ৯০ এর রোম্যান্টিক হিরো এখন বুড়ো হয়েছেন ঠিকই, তার পারফরম্যান্স বলে দেয় এখনও তিনি ‘জওয়ান’ (Jawan)। বুঝতেই পারছেন বলিউডের কিং খান শাহরুখের আসন্ন ছবি নিয়ে কথা বলছি।

সম্প্রতি, শাহরুখের নতুন ছবি জওয়ান এর একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শাহরুখের মাথায় দেখা যাচ্ছে টাক, চোখ খোলা এবং কানের পাশ দিয়ে বেরিয়ে আছে চুলের লম্বা ‘লকস’। এই ছবি নিয়েই চর্চার মুখে SRK।

আরও পড়ুন -  Pension: পেনশন প্রক্রিয়াকে ঢেলে সাজানো হচ্ছে, নতুন পোর্টালে মিলবে দারুণ সুবিধা

চলতি বছরে পাঠান দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, তিনি লম্বা রেসের ঘোড়া। আবার ফিরছেন অ্যাটলির পরিচালনায় নতুন ছবি জওয়ান দিয়ে। কিং খানের এই ছবিতে থাকছে অ্যাকশন ভরপুর। সাথে অভিনয়ে থাকছেন দক্ষিণের তারকা নয়নতারা এবং বিজয় সেতুপতি। এই ফিল্মে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাডুকোনকে। কিন্তু এখনও পর্যন্ত এই ছবির টিজার মুক্তি পায়নি, আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’। আগের মতন এই বারেও ‘জওয়ান’ ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন শাহরুখ-পত্নী গৌরী খান।‘রেড চিলিজ্ এন্টারটেনমেন্ট’।

 

View this post on Instagram

 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

এটি শাহরুখ-এর প্রথম প্যান ইন্ডিয়া ছবি, যেটা মুক্তি পাবে আগামী সেপ্টেম্বর। ছবির টিজার মুক্তি না পেলেও ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে শাহরুখ ভক্তদের কাছে। কিং খানের গোটা মুখে ব্যান্ডেজ সমতে পোস্টার এখন ভাইরাল হয়েছে। ছবি ঘিরে উত্তাল নেট মহলে। কেউ কমেন্ট করছেন ‘বাহ্… পাঠান এখন জওয়ান।’ আবার কেউ লিখছেন, ‘রাজা এখন থামবেন না। উনিই সেরা।’ এই রকম অনেক আরও কিছু রয়েছে।

আরও পড়ুন -  স্তনের বাইরেও একটা জগৎ আছে মহিলাদেরঃ Shahrukh Khan