‘নদীওঁ পার’-এর নাচ মেয়েটির দুর্দান্ত পারফরম্যান্স, সকলকে শীতল করবে, ভুলেও সবার সামনে ক্লিক করবেন না (VIDEO)

Published By: Khabar India Online | Published On:

যেমন ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তাতে করে ছেলে-মেয়েদের, পরিচালক অথবা প্রযোজকদের পিছন পিছন যেতে হবে না।

এই সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট ব্যবহারকারীরা এখন নিজেরাই কন্টেন্ট বানাচ্ছে, ডিরেক্ট করছে, এডিট করে পাবলিশ করে দিলেই কেল্লা ফতে। এই সময় নিজের ঢাক নিজে না পেটানো ছাড়া আর রাস্তা নেই। মানুষ ইন্টারনেটের দৌলতে সেই কাজই করছে জোর কদমে।

আরও পড়ুন -  মোনালিসা খুলে ফেলে দিলেন শাড়ির পল্লু তারপর শুরু করলেন রোমান্স, একা বসে দেখুন ভিডিও-র এই গানটি

কে যে কখন ভাইরাল হবে জানা যাচ্ছে না। একদিকে সোশ্যাল মিডিয়া উপার্জনের রাস্তা খুলে দিয়েছে, অপরদিকে, গোটা দুনিয়ার কাছে পৌঁছে যাওয়ার উপযুক্ত মাধ্যম হয়েছে।আজ এমন একজন ইউটিউবারের কথা বলবো যে শুধু মাত্র নাচের কন্টেন্ট প্রেজেন্ট করেই সুপার ডুপার হিট হয়েছে।

নাম Sonal Devraj। ইনি একজন মহিলা। তার ইউটিউব পেজ খুললে একাধিক নৃত্যের ভিডিও, শর্টস দেখা যাবে। সোনাল তার নাচের মাধ্যমে এতটাই জনপ্রিয় যে তার বর্তমান সাবস্ক্রাইবারদের সংখ্যা প্রায় 1.25M। অবাক কাণ্ড তাই না।

আরও পড়ুন -  VIDEO: খুব চরমে গিয়ে আবেদনময়ী ভঙ্গিতে নাচ যুবতীর চটুল হিন্দি গানে, সোশ্যাল মিডিয়ায় দিতেই ঝড়ের আগেই ভাইরাল হচ্ছে ভিডিও

সোনাল তার ইউটিউবের মাধ্যমে এতটাই জনপ্রিয়তা কুড়িয়েছেন, কিছুদিন আগে ভিকি কৌশল এর সঙ্গে গানে নেচেছেন। সোনালের ভিডিও দেখলে বুঝবেন যে দুর্দান্ত ক্যামেরা ও এডিটিং করেছে। সোনাল যে পোশাক নির্বাচন করেন সেটারও প্রশংসা পায় কমেন্ট বক্সে।

আরও পড়ুন -  Shilpa Shetty: প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী শিল্পা শেট্টি, ইন্সটাগ্রাম স্টোরিতে

সম্প্রতি, Sonal Devraj এর একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে সোনালকে নাচতে দেখা গিয়েছে হিন্দি গান Nadiyon Paar এর সঙ্গে। দুর্দান্ত কোরিওগ্রাফি ছিল, পাশাপাশি কস্টিউম ছিল বেশ আকর্ষণীয়। Sonal Devraj এর প্রত্যেকটা ভিডিও লাখ লাখ মানুষ দেখছেন। একবার ঘুরে আসুন।