বাগান করেছেন আপনার প্রিয় বারান্দায়, গাছের যত্নে যে ভুলগুলি দেখতে হবে

Published By: Khabar India Online | Published On:

শহরের ফ্ল্যাটবন্দি জীবন যাদের, তাদের জন্য দম ফেলতে এক চিলতে বারান্দাই ভরসা। সবুজের সংস্পর্শ শরীর এবং মনকে করে প্রফুল্ল এই গাছ। গাছ কিনে টবে লাগালেই বাগান হলো না। গাছকে সময় দিতে হবে, যত্ন করতে হবে ও সঠিক পুষ্টি জোগাতে হবে।

তাহলে আপনার প্রিয় গাছ গুলি হেসে খেলে বেড়ে উঠবে কচি কচি চারাগাছ। ঠিক মতন জল দিতে হবে,ঠিক সময়ে সার দেয়ার পরেও গাছ মরে যেতে পারে। বাগান করার অভিজ্ঞতা না থাকলে প্রায় মানুষ কিছু ভুল করে ফেলেন। সেগুলি জেনে রাখা দরকার।

আরও পড়ুন -  Kiara Advani: সাঁতারু ভক্তি শর্মার চরিত্রে, কিয়ারা আদভানি

* টব কেনার সময় দেখে নেবেন টবের নীচে ফুটো আছে কিনা। বাহারি নকশা করা টব কিনে তাতে গাছ পুঁতে দিলেই হবে না। যে টবে ফুটো রয়েছে, সেগুলিই গাছের জন্য উপযুক্ত। টবে ফুটো না থাকলে জল জমে গাছের শিকড় পচে যাবে। গাছে ভাল করে জল দেয়া যেমন প্রয়োজন, তেমনই সেই জল যাতে বয়ে যায়, সেটাও তো দেখা খুব প্রয়োজন।

আরও পড়ুন -  Manasi Sinha: উর্মির ‘ছোট ঠাম্মি’ ধারাবাহিক থেকে সরে এলেন, কেন ?

* আলো, সার এবং জল সব কিছুই পর্যাপ্ত পরিমাণে পাওয়া সত্ত্বেও গাছ যদি না বাড়ে, তাহলে কোথাও সমস্যা হচ্ছে কি না দেখা জরুরি। কিছু সময় গাছে পোকা লাগলেও সহজে বাড়তে চায় না। তা-ও যদি না হয়, সে ক্ষেত্রে গাছের পাতা নিয়ম করে ছাঁটতে হবে। ঠিক সময়ে গাছ ছাঁটলে গাছও সুন্দর ভাবে বেড়ে ওঠে।

* যদি গাছ ভাল রাখতে জল দেওয়া জরুরি। তা বলে অতিরিক্ত নয়। তাতে হিতে বিপরীত হবে। কম জল পেলে যেমন গাছের পাতা হলুদ হয়ে যায়, তেমনি বেশি জল দিলে গাছের পাতা পচে যেতে পারে। কোন গাছে কতটা জল দেবেন, তা বোঝা যায় টবের মাটি ছুঁলেই। আগে দেখে নিন আঙুলে মাটি লেগে যাচ্ছে, তা হলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। দেখবেন যখন একদম শুকিয়ে যাবে, সেই সময়ে জল দেবেন মনে করে।

আরও পড়ুন -  Referee Watch: ঘড়ির দাম ৬ লাখ টাকা, রেফারিদের হাতে ঘড়ি, আধুনিক প্রযুক্তির ছাপ এবার বিশ্বকাপে