MS Dhoni: বিশেষ উপহার পাঠালেন ধোনি আফগান ক্রিকেটারের জন্য, আনন্দে আত্মহারা এই ওপেনার

Published By: Khabar India Online | Published On:

আফগানিস্তানের তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ, নিজের গুরুর কাছ থেকে বিশেষ উপহার পেলেন। যার ছবি ইতিমধ্যে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আফগানিস্তানের এই তরুণ ক্রিকেটার। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির স্বাক্ষর করা ‘৭নং’ জার্সি হাতে বসে রয়েছেন। সেই সাথে ক্যাপশনে রহমানুল্লাহ গুরবাজ লিখেছেন,’সুদূর ভারত থেকে বিশেষ উপহার পাঠানোর জন্য ধন্যবাদ (মহেন্দ্র সিং ধোনি) স্যার।’ একটি ভালবাসার ইমোজি যুক্ত করেছেন রহমানুল্লাহ গুরবাজ।

আরও পড়ুন -  সরকারি চাকরি ছাড়াই মোটা পেনশন, নিউ পেনশন স্কিমের এই সুযোগ

আসলে বিষয়টি কি? হঠাৎ কেন মহেন্দ্র সিং ধোনি আফগান তরুণ ক্রিকেটারকে নিজের জার্সি উপহার দিলেন? এমন প্রশ্ন জেগেছে আপনার মনে?

আইপিএলের মেগা আসর শেষ হয়ে গিয়েছে। এখন সমস্ত ক্রিকেটাররা ভারত ত্যাগ করে নিজের দেশে প্রত্যাবর্তন করেছেন। নিজের দেশে বসেই মহেন্দ্র সিং ধোনির কাজ থেকে এই বিশেষ উপহারটি পেয়েছেন আফগানিস্তানের বছর একুশের এই ক্রিকেটার।

আরও পড়ুন -  জনপ্রিয় ইউটিউবার পপি কিচেন, দ্বিতীয় সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন

জানিয়ে রাখি, চলতি বছর আইপিএলে ৫০ লাখ টাকার বিনিময়ে কলকাতা শিবিরে খেলার সুযোগ পেয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। দুটি অর্ধশত রানের ইনিংস সহ সর্বমোট ২২৭ রান করেছেন।

২০২৩ আইপিএলে মাঠে নামার পূর্বে রহমানুল্লাহ গুরবাজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,’পৃথিবীতে মহেন্দ্র সিং ধোনি ও এবি ডিভিলিয়ার্স আমার আইডল। ছোটবেলা থেকে এই দুইজনের খেলা দেখে বারবার ক্রিকেটার হওয়ার স্বপ্ন জেগেছে আমার মনে। কিন্তু এবি ডিভিলিয়ার্সের সঙ্গে খেলার সৌভাগ্য না ঘটলেও আমি খুশি এই ভেবে যে, মহেন্দ্র সিং ধোনির সাথে খেলতে পেরেছি। আমার আইডলের সাথে আমি খেলতে পেরেছি।’

আরও পড়ুন -  রাত হলেই বাড়ে হাঁপানি