Viral Video: ফটোশ্যুট করলেন ব্রা বোতাম খুলে Sofia Ansari, সামনে বড় বড় ক্যামেরা, সাহসী ভিডিও ইন্টারনেটে ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

যদি কিছু পেতে চান, তাহলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবেন এই রকম হটকে কিছু দেখাতে হবে। সেটা স্বল্প পোশাক কিংবা বোল্ড ড্যান্স করে বা কমেডি ইত্যাদি…। এখন বেশিরভাগ অভিনেত্রী এবং মডেলরা এখনকার সময়ে স্বল্প পোশাকে ভাইরাল হতে চায়।
যারা সাহসী দৃশ্য উপহার দিচ্ছেন নেটদর্শকদের, তারাই লাখ লাখ দর্শক মুহূর্তে পেয়ে যাচ্ছেন। আজকাল তাদের চাহিদা বেশি যারা নগ্নতাকে আপন করে নিয়ে তাতে মশলাদার সিচুয়েশন তৈরি করে চলেছেন। যেমন সোশ্যাল মিডিয়ায় এখন হট কেক হলেন সোফিয়া আনসারি (Sofia Ansari)।

আরও পড়ুন -  Modi Government: ৫.৮ কোটি জাল রেশন কার্ড বাতিল করেছে, আপনার নাম আছে কি এই তালিকায়?

সোফিয়া’র জাদুতে কাবু হয়ে গেছেন নেট ভক্তরা। চনমনে ফিগার আর উষ্ণ আবেদন তিনি সবসময়ের জন্য মোহময়ী হয়ে থাকেন। সোশ্যাল মিডিয়ার পাতায় সবসময় তাঁর বোল্ড অবতারে দেখা যায়। তাঁর প্রতিটা ছবি এবং ভিডিওতে দারুণ দারুণ মশলা দিয়ে ছবি পোস্ট করেন। সোফিয়ার ছবি যদি কোনোভাবে রাতে আপনার ফোনে চলে আসে, বেশ হয়ে গেল রাতের ঘুম। চোখের পাতা এক করতে পারবেন না।

আরও পড়ুন -  Neha Malik: নেহা মালিক মোহনীয় স্টাইলে সুইমস্যুটে, ভক্তরা দীর্ঘশ্বাস ছাড়লেন ছবি দেখে

সোফিয়ার কাজই হল ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ভিডিয়ো বানিয়ে সেটা পোস্ট করা। শরীরের উষ্ণতাই তাঁর কনটেন্ট। বাড়ি বসেই নিজের নাচের স্টেপ দেখিয়ে ঝড় তোলেন। এখন তাঁর ফ্যান ফলোয়িং বহু। লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোফিয়ার পোস্ট করা ভিডিও বা ছবির কমেন্ট বক্সে যদি আপনি একবার ঘুরে আসেন দেখবেন সেখানে অসংখ্য পুরুষ ভক্তের মশলাদার কথা বার্তা ভর্তি। উপচে পড়ছে।

আরও পড়ুন -  Poonam Pandey: প্রকাশ্য রাস্তায় খোলামেলা পোশাকে অভিনেত্রী পুনম পান্ডে, ভিডিও ভাইরাল

‘উড়তা পঞ্জাব’ ছবির দিলজিৎ দোসাঁঝের গাওয়া ‘এক কুড়ি’ গানে নেচে লাইমলাইটে আসেন সোফিয়া। তারপর তিনি সোশ্যাল মিডিয়ায় আরো সক্রিয় হন। তিনি এখনও পর্যন্ত কোনো সিনেমায় কাজ না করে এতো নাম করে ফেলেছেন সোশ্যাল মিডিয়ায়।