উত্তরে ভারী বৃষ্টিতে ভিজে যাচ্ছে, দক্ষিণে মাত্র ছিটেফোঁটা, আবহাওয়া বদল কবে হবে দক্ষিণবঙ্গে?

Published By: Khabar India Online | Published On:

উত্তরে ভারী বৃষ্টিতে ভিজে যাচ্ছে, দক্ষিণে মাত্র ছিটেফোঁটা, আবহাওয়া বদল কবে হবে দক্ষিণবঙ্গে?

চাতক পাখির মতো বসে আসে বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের বাসিন্দারা। সবার একটা জিজ্ঞাসা দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা? বাংলায় এসে গেছে অথচ মালদহে আটকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তার ফলে উত্তরবঙ্গ বৃষ্টিতে ভাসলেও দক্ষিণবঙ্গের বৃষ্টি নেই। ছিটেফোঁটা হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি, এই রকম বৃষ্টি হলে হয়। ফলে গরমও যাচ্ছে না। আরও গরম বেড়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন কবে? কি বলছে আবহাওয়া দপ্তর?

আরও পড়ুন -  Weather Report: ঘূর্ণাবর্ত ওড়িশায়, কলকাতার আকাশ মেঘলা, বৃষ্টি কি হবে?

জানা যাচ্ছে পশ্চিমের পাঁচটি জেলায় চরম তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। রবিবার চরম তাপপ্রবাহ হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। তাপপ্রবাহ চলবে মুর্শিদাবাদ, নদিয়ায় ও হুগলি জেলায়। অন্য জেলাগুলিতে চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে।দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন -  Bengal Weather Report: তাপমাত্রা হু হু করে বাড়বে, ৪০ ডিগ্রির পারদ পেরবে

উত্তরবঙ্গের স্বাভাবিক সময় ৫ দিন পরে বর্ষা প্রবেশ করেছে। কলকাতায় বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ১১ জুন। দিন পেরিয়ে যাচ্ছে এখনো বর্ষার দেখা নেই। বর্ষা থমকে আছে দুয়ারে। ১৯ থেকে ২২ জুনের মধ্যে আবারও সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হবার সম্ভবনা আছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বলে মণে করা হচ্ছে।

আরও পড়ুন -  Weather Update: কোন জেলা ভিজবে বৃষ্টিতে? রাজ্যজুড়ে ফের প্রবল ঝড়বৃষ্টি হবে, ওয়েদার আপডেট পড়ুন

প্রতীকী ছবি