Sikkim: ২৩ বাংলাদেশিসহ দু’হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন সিকিমে, বর্ষণ ও বন্যায়

Published By: Khabar India Online | Published On:

২৩ বাংলাদেশিসহ দু’হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন সিকিমে, বর্ষণ ও বন্যায়।

ভারী বৃষ্টিতে সৃষ্টি বন্যায় দুই হাজারেরও বেশি স্থানীয় এবং বিদেশি পর্যটক আটকা পড়েছেন। ২৩ বাংলাদেশীও রয়েছে উত্তর-পূর্ব রাজ্য সিকিমে।

বৃহস্পতিবার থেকে অবিরাম বৃষ্টির কারণে সড়ক প্লাবিত হওয়ায় তারা আটকা পড়েছেন। বৃষ্টি থামলেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হবে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গণমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন -  দেশে ৮.৭ কোটিরও বেশি টিকাকরণ

সিকিমের প্রশাসন জানিয়েছেন, বর্তমানে রাস্তায় ধসের কারণে উত্তর সিকিমের মনগন থেকে চুনথান পর্যন্ত যান চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে দেশি-বিদেশি পর্যটকরা আটকে রয়েছে রাস্তাতেই।

এনডিটিভি জানায়, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় ৩৪৫টি গাড়ি ও ১১টি মোটরবাইক আটকা রয়েছে। লাচেন ও লাচুং এলাকায় আটকা পড়েছেন প্রায় ১৯৭৫ জন পর্যটক ও ৩৬ জন বিদেশি পর্যটক। বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ১০ জন আমেরিকান ও ৩ জন সিঙ্গাপুরের নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরও পড়ুন -  Sidharth-Anushka: মৃত্যু এখন ‘তামাশা’য় পরিণত হয়েছে, শুধু ছবি তুলতে দিতে হবে, প্রতিবাদ করলেন অনুষ্কা

সাধারণত গ্রীষ্মকালে গরমের তাপ এড়াতে পর্যটকদের কাছে অন্যতম প্রিয় জায়গা এই সিকিম। স্বাভাবিকভাবেই পর্যটকরা ভিড় করছিলেন সেখানে।

বৃষ্টি থামলেই রাস্তা মেরামতের কাজ শুরু হবে ও পর্যটকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে প্রশাসনের কর্তারা।

আরও পড়ুন -  Sydney Floods: প্রায় ৫০ হাজার মানুষ ঘরহীন, সিডনি বন্যায় ভাসছে‌