Mangal Dhillon: শোকের ছায়া বলিউডে, প্রয়াত অভিনেতা মঙ্গল ঢিলোঁ

Published By: Khabar India Online | Published On:

Mangal Dhillon : শোকের ছায়া  বলিউডে,  প্রয়াত অভিনেতা মঙ্গল ঢিলোঁ

সম্প্রতি প্রয়াত হয়েছেন অভিনেতা সতীশ কৌশিক। এবার  মৃত্যু হলো  হিন্দি ও  পাঞ্জাবি অভিনেতা তথা পরিচালক মঙ্গল ঢিলোঁ (Mangal Dhillon)। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সূত্রের খবর, লুধিয়ানার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বেশ কিছুদিন ধরে  তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। ক্যান্সারই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন অন্যান্য অভিনেতারা।

আরও পড়ুন -  প্রার্থী অরিজিৎ রায় ভোটের প্রচার করতে গেলে বাধা দেয় তৃণমূল আশ্রিত গুন্ডারা, অভিযোগ উঠেছে

১৯৮৬ সালে ‘কথা সাগর’ শো-এর মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছিলেন।  ‘বুনিয়াদ’-এ লুভায়া রাম চরিত্রে অভিনয় করেন, তারপর  তাঁকে  দেখা যায় ‘খুন ভরি মাঙ্গ’, ‘মৌলানা আজাদ’, ‘সাহিল’ ‘জুনুন’, ‘প্যান্থর’ ও ‘নুরজাহান’-এর মতন বেশ কিছুতে অভিনয় করেন।

আরও পড়ুন -  সুন্দরী যুবতী কামুক কায়দায় নাচ দেখালেন, ‘ড্রিমাম ওয়েকাআপাম’, চোখ সরাতে পারবেন না VIDEO থেকে

প্রসঙ্গত, প্রয়াত অভিনেতা মঙ্গল ঢিলোঁকে শেষবারের মতন দেখা যায় তুফান সিং সিনেমায় লাখার চরিত্রে। শেষ পর্যন্ত তিনি ক্যান্সারের কাছে পরাজয় স্বীকার করলেন। আগামী ১৮ই জুন তাঁর জন্মদিন ছিল।

আরও পড়ুন -  Jagnoor Aneja: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘লাভ স্কুল’ খ্যাত জুগনূর আনেজা