Cyclone Update: তোলপাড় দুই সাগরে, সাইক্লোন কোথায় তৈরি হবে? লেটেস্ট আপডেট

Published By: Khabar India Online | Published On:

Cyclone Update: তোলপাড় দুই সাগরে, সাইক্লোন কোথায় তৈরি হবে? লেটেস্ট আপডেট।

তিনটি সাইক্লোন ঝাঁপিয়ে পড়বে ভূ ভাগের উপর ইউরোপীয় ওয়েদার সংস্থা আগেই জানিয়েছিল। এবারে বঙ্গোপসাগর ও আরবসাগরে সাইক্লোন তৈরির প্রক্রিয়া নিয়ে জানালো ভারতীয় আবহাওয়া দপ্তর। আইএমডি পূর্বাভাস অনুযায়ী ৫ জুন দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হতে চলেছে একটি সাইক্লোনিক সার্কুলেশন যা আগামী ২৪ ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে।

আরও পড়ুন -  Cyclone Ashani: ধেয়ে আসবে ঘূর্ণিঝড়, তুমুল ঝড় বৃষ্টির ইঙ্গিত, আবহাওয়ার বিপুল পরিবর্তন হবে

সমুদ্রের উপর শক্তি বৃদ্ধি করে সাইক্লোনে পরিণত হতে পারে সেই নিম্নচাপ। শুধু আরবসাগর নয়, বঙ্গোপসাগরেও সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে চলেছে মধ্য ট্রপোস্ফিয়ার স্তরে। এখন এটি মায়ানমার উপকূল ভূমির কাছে তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।

সাইক্লোন তৈরি হতে পারে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল বিদেশী আবহাওয়া সংস্থার পক্ষ থেকে। কোন সাগরে তৈরি হবে বিপর্যয় আর কোন সাগরে তৈরি হবে সেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা।

আরও পড়ুন -  নবান্নের নির্দেশ, বিপর্যয় মোকাবিলার প্রস্তুত থাকতে, ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে

বঙ্গোপসাগর বা আরবসাগরে তৈরি হবার ভিত্তিতে সাইক্লোনের নাম নির্ভর করছে না। সাইক্লোনের নাম কিন্তু আগেই ঠিক হয়ে থাকে। তাই আরবসাগর বা বঙ্গোপসাগর যেখানেই সাইক্লোন আগে তৈরি হবে সেখানের সাইক্লোন নাম হবে বিপর্যয়।

প্রথমে ধারণা ছিল বাংলাদেশের দেওয়া নামের এই সাইক্লোন বঙ্গোপসাগরে তৈরি হবে, তার নিশানায় থাকবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আরবসাগরের উপরে তৈরি হওয়া সাইক্লোন আগে তৈরি হতে পারে। আরবসাগরের উপর তৈরি হওয়া এই সাইক্লোনের নাম হতে পারে বিপর্যয়। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশন এর নাম হতে চলেছে তেজ। আরবসাগরে তৈরি হওয়া এই সাইক্লোনটি মূলত মহারাষ্ট্র ও গুজরাটের উপরে পড়তে চলেছে।

আরও পড়ুন -  ৪০০ জন বিভিন্ন দলের সমর্থক থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মন্ত্রীর হাত ধরে