Jaya Ahsan: এই ছবি শেয়ার করলেন জয়া হোটেলের রুম থেকে

Published By: Khabar India Online | Published On:

আইফা অ্যাওয়ার্ডস আবু ধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে।

তারকাখচিত আইফার গ্রীণ কার্পেটে সেলিব্রিটিদের পোশাক আলো ছড়িয়ে দিচ্ছে। আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে আজমেরি হক বাঁধন (Ajmeri Haq Badhon) প্রথম বাংলাদেশি অভিনেত্রী হিসাবে অংশগ্রহণ করেছিলেন।

এবার জয়া আহসান (Jaya Ahsan) বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করলেন আইফা-য়। আইফার গ্রীণ কার্পেট অবলীলায় মাতাচ্ছেন জয়া। নিজেই ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তাঁর লুকের ছবি।

আরও পড়ুন -  Indian Railway: নতুন নিয়ম চালু হয়েছে রেলে, ট্রেনের টিকিট কাটলেও জরিমানা দিতে হবে

জয়ার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে রয়েছে ভারসাচের ড্রেস। ড্রেসটি হাই নেক। ফুল স্লিভ ড্রেসটি ট্রান্সপারেন্ট হলেও সহজে তা বোঝা যাচ্ছে না। ড্রেস জুড়ে রয়েছে কালো রঙের ভেলভেটের স্ট্রাইপ। নি লেংথ ড্রেসের সাথে জয়া টিম আপ করেছেন কালো রঙের পাম্প হিলস। জ্বলজ্বল মেকআপ করেছেন। চোখের স্মোকি আই লুক নজর কেড়েছে। ঠোঁটে রাঙিয়েছেন ন্যুড ব্রাউন শেডের লিপস্টিকে। চুলে বেঁধেছেন বান। গলায় রয়েছে স্টোন স্টাডেড লেয়ারড নেকপিস। বাঁ হাতে রয়েছে সোনালি ব্যান্ডের ঘড়ি। সায়ন্তনী গুহঠাকুরতা (Sayantani Guhathakurta) এবং শবনম ফারিয়া (Shabnam Faria)-রা জয়ার লুকের যথেষ্ট প্রশংসা করেছেন।

আরও পড়ুন -  নেই ব্লাউজ ! গোলাপি-হলুদ শাড়ি জড়িয়ে ছবি দিলেন জয়া আহসান

অনিরুদ্ধ রায়চৌধুরী (Anirudhdha Roychowdhury) পরিচালিত ফিল্ম ‘কড়ক সিং’-এর মাধ্যমে বলিউড ডেবিউ করতে চলেছেন জয়া। টিম ‘কড়ক সিং’-এর অংশ হিসাবে তিনি পাড়ি দিয়েছেন আইফায়। এই অনুষ্ঠানে বিজয় বর্মা (Vijay Verma)-র পরিচয় হয়েছে জয়ার। প্রায় দশ মিনিট ধরে কথা বলেছেন তাঁরা। একসাথে ফ্রেমবন্দিও করেছেন।

আরও পড়ুন -  Web Series: শ্বশুরের সাথে ঘনিষ্ঠ হলেন গৃহবধূ স্বামীর অবর্তমানে, গোপনে দেখতে হবে

আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে জয়া অভিনীত ফিল্ম ‘অর্ধাঙ্গিনী’। ফিল্মটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Koushik Ganguly)। ‘পুতুল নাচের ইতিকথা’-তে আগামী দিনে জয়াকে দেখা যাবে।

 

View this post on Instagram

 

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)