Turkey: এরদোয়ান ও কিলিচদারোগলু, ভোট দিলেন প্রেসিডেন্ট নির্বাচনে

Published By: Khabar India Online | Published On:

প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন তুরস্কের ইতিহাসে। বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বীতা করেছেন কামাল কিলিচদারোগলু।

রবিবার ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল পর্যন্ত। সন্ধ্যার আগেই ফল স্পষ্ট হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে, আল জাজিরা।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম জানায়, ইস্তাম্বুলের উস্কুদারে ভোট দিয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ওই কেন্দ্রে ভোট দেন তার ছেলে বিলাল এবং তার মা এমিন এরদোয়ান।

আরও পড়ুন -  Mouni Roy: রাস্তায় বেরিয়ে এলো মৌনির বক্ষযুগল, দৌড়ে উঠলেন গাড়িতে !

ভোট দেয়া শেষে এক বিবৃতিতে এরদোয়ান বলেন, আমি নাগরিকদের অনুরোধ করছি শেষ মুহূর্ত পর্যন্ত আত্মতুষ্টি ছাড়াই ভোটে অংশগ্রহণ বাস্তবায়িত করা উচিত।

তিনি বলেন, তুরস্কের গণতান্ত্রিক জীবনে আমরা প্রথমবারের মতো দ্বিতীয় দফা নির্বাচন প্রত্যক্ষ করছি। নির্বাচনে দুজন প্রার্থী। যেহেতু আমাদের জনগণ দুই প্রার্থীকে ভোট দেবে, আজকের ভোট দ্রুত শেষ হবে। আমরা আমাদের দেশ এবং জাতির মঙ্গল কামনা করি।অন্যদিকে আঙ্কারায় ভোট দিয়েছেন এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু এবং তার স্ত্রী সেলভি কিলিচদারোগলু।

আরও পড়ুন -  বিশ্বের অন্যতম পুরনো সংবাদপত্রের প্রিন্ট সংস্করণ বন্ধ হচ্ছে

তুরস্কে আজ নির্ধারিত হবে পরবর্তী ৫ বছরের শাসক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ৬ কোটি ৪১ লাখের বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গোটা তুরস্কে ভোটারদের জন্য মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন হয়েছে।

আরও পড়ুন -  ট্রাফিক পুলিশের মোটরবাইক ভাঙচুর করলো উত্তেজিত জনতা, এক বালকের মৃত্যু ঘিরে উত্তেজনা

আগে গত ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। কামাল কিলিজদারগলু পেয়েছিলেন ৪৪ দশমিক ৯৯ শতাংশ ভোট। ৫ দশমিক ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন সিনান ওগান। আজ কি হতে চলেছে তুরস্কে, আজ জানা যাবে।

ছবিঃ সংগৃহীত