Sania Mirza: সানিয়া মির্জা একটু অন্য রূপে

Published By: Khabar India Online | Published On:

প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা খেলা থেকে অবসর নিয়েছেন সকলের জানা আছে। ব্যস্ততা কাটিয়ে এবার ভক্তদের সামনে নতুন রূপে হাজির হয়েছেন এ টেনিস তারকা। আসছে ফ্রেঞ্চ ওপেনে ধারাভাষ্যকার রূপে।

এ বছরই খেলার পাট চুকিয়ে টেনিস ব্যাট তুলে রাখেন সানিয়া। নতুন অ্যাসাইন্টমেন্ট নিয়ে তিনি বলেন, সমর্থকরা এবার আমাকে অন্য ভাবে চিনবে। এত বছর শুধু খেলোয়াড় হিসাবে দেখে এসেছে। এবার আমার অন্য রূপ দেখবে তারা। টেনিস খেলাটা সব সময়ই বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন -  Imran Khan: ইমরান খান সম্পদের হিসাব দিলেন

ধারাভাষ্য দেয়ার মধ্যেও একটা বাড়তি উত্তেজনা থাকে। ধারাভাষ্য দেয়ায় আরও তরুণ প্রতিভা টেনিস খেলতে আগ্রহী হবে। ভারতীয় টেনিসকে তারা এগিয়ে নিয়ে যাবে বলে আশা সোনিয়ার।

আরও পড়ুন -  Suicide Bomber: মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫০, আফগানিস্তানে

৩৬ বছর বয়সি সানিয়া মেয়েদের টেনিসে এক সময় ডবলসে এক নম্বর ছিলেন। তিনি বলেন, ‘ভারতে অনেকেই টেনিস খেলা দেখে। বিশেষ করে গ্র্যান্ডস্ল্যাম। আশা করব এ বছর আরও বেশি লোকে খেলা দেখবে, আরও অনেকে খেলতে আগ্রহী হবে।

আরও পড়ুন -  Sania Mirza: ভাগ করতে চান সানিয়া, নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা

প্রায় ২০ বছর আগে লাল বাহাদুর স্টেডিয়ামে প্রথম ডব্লিউটিএ সিঙ্গেলস শিরোপা জিতেছিলেন তিনি। সানিয়ার প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল সেই সময় থেকেই। সেই স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলে, সেখান থেকে অবসর নিয়েছেন।

সূত্রঃ স্পোর্টস স্টার। ছবিঃ ফেসবুক