Urfi: আমেরিকান ডিজিটাল ক্রিয়েটর উরফির সাজ নকল করে চর্চায়, নেটজনতা কি বলেছেন?

Published By: Khabar India Online | Published On:

প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন। সেইসময় বিগবসের মঞ্চ থেকে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। এখন উরফি আর বিতর্ক একে অপরের পরিপূরক। তিনি যেখানে থাকবেন সেখানেই বিতর্ক।

নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। কোনো না কোনো কারণে চর্চায় চলে আসেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, স্পষ্ট সকলের কাছেই।

আরও পড়ুন -  Three Workers: তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হল, কারখানার ছাই এর ট্যাঙ্ক ভেঙে চাপা পড়ে যায়

সোশ্যাল মিডিয়ার পাতায় আমেরিকান ডিজিটাল ক্রিয়েটর শেয়ার করে নেওয়া একটি ঝলক অনেক নেটনাগরিকদের নজর কেড়েছ। সাম্প্রতিক এই ঝলকে সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন উরফি জাভেদের একটি সাজকে নকল করতেই দেখা গিয়েছে তাকে। উরফির সাজকে নকল করেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় এই আমেরিকান ডিজিটাল ক্রিয়েটর চ্যাং হি কিম।

 

View this post on Instagram

 

A post shared by Chang Hee Kim (@_jjang.e)

শেয়ার করে নেওয়া ঝলকের প্রথমে উরফির এক ঝলক মিলেছে। পরবর্তী ঝলকেই চ্যাং হি কিমকে উরফির একটি সাজ নকল করতে দেখা গিয়েছে। ঝলকে এই আমেরিকান ডিজিটাল ক্রিয়েটরকে উরফির মতো নিজের জিন্স কেটে টপ বানিয়ে পরতে দেখা গিয়েছে। তিনি অবশ্য নিজের ঘরেই ক্যাটওয়ার্ক করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, তার পোষ্য বিড়ালও এই সাজ মেনে নিতে পারছে না!

আরও পড়ুন -  Anushka Sharma: অনুষ্কা আন্দুলের মাঠে ক্রিকেট খেললেন স্কুল ড্রেসে, মিডিয়ামহলে চর্চা

এই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়ার পর থেকেই নেটজনতার থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। বেশিরভাগের মত, এক্ষেত্রে বিড়ালটিকে নিয়েই কথা হোক, তার ভাবভঙ্গি খুবই সত্যি ছিল, সে ভাবতেও পারেনি এমন দৃশ্য তাকে দেখতে হবে। কেউ লিখেছেন, তিনি ভাবছেন জিন্সটা নিশ্চয়ই পুরনো ছিল।

আরও পড়ুন -  Aabha Paul: সেক্সি পোজ দিলেন বাথটাবে বসে, গোলাপ পাতায় ঢেকে, মানুষ ঘামছে ছবি দেখে