Prime Minister Australia: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার, মোদিকে সম্বোধন ‘দ্য বস’ বলে

Published By: Khabar India Online | Published On:

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘দ্য বস’ বলে সম্বোধন করেছেন।

মঙ্গলবার সিডনিতে অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে অ্যান্থনি মোদিকে নিয়ে এমন মন্তব্য করেন। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন -  Railway Stations: এয়ারপোর্টকেও হার মানাবে, রেলস্টেশন

প্রতিবেদনে বলা হয়েছে, তিনি মোদিকে কিংবদন্তি রকস্টার ব্রুস স্প্রিংস্টিনের জনপ্রিয়তা সঙ্গে তুলনা করেন। ব্রুস স্প্রিংস্টিন এবং ভক্তদের মধ্যে ‘দ্য বস’ নামে পরিচিত।

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী বলেন, আমি শেষবার এই মঞ্চে ব্রুস স্প্রিংস্টিনকে দেখেছিলাম ও তিনি প্রধানমন্ত্রী মোদি যে অভ্যর্থনা পেয়েছেন তা পাননি। প্রধানমন্ত্রী মোদি হলেন ‘দ্য বস।

আরও পড়ুন -  Qatar World Cup Mascot La-Ib: মাসকট লা-ইব কাতার বিশ্বকাপে, শব্দের অর্থ ‘অত্যন্ত দক্ষ খেলোয়াড়’

অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী মোদিকে ঐতিহ্যবাহী স্বাগত জানানো হয়। অনুষ্ঠানটি ভারতীয় নৃত্যশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয়।

প্রধানমন্ত্রী মোদির সামনে বক্তব্য রাখতে গিয়ে আলবেনিজ ইভেন্টের পরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলেন। জাপান এবং পাপুয়া নিউ গিনি সফর সেরে গতকাল সোমবার রাতেই অস্ট্রেলিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন -  WTC Final 2023: রিকি পন্টিং করলেন ভবিষ্যৎবাণী, ভারতের এই তরুণ ক্রিকেটার ‘এক্স ফ্যাক্টর’ হবেন, WTC ফাইনাল

ছবিঃ সংগৃহীত