Sudipta Banerjee: ‘লাভ বাইট’, বিয়ের পরপরই স্বামীর থেকে সুদীপ্তা! লালচে দাগ গলার কাছে

Published By: Khabar India Online | Published On:

প্রেমিক সৌম্য বক্সী (Soumya Bakshi)-র সাথে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee) পয়লা মে। সৌম্য অভিনয় জগতের সাথে নেই। তাঁর মা স্মিতা বক্সী (Smita Bakshi) প্রাক্তন বিধায়ক। সুদীপ্তার সাথে সৌম্যর বিয়ের দিন টলি তারকার মেলা থাকলেও রিসেপশনের দিন ছিল রাজনৈতিক ব্যক্তিত্বদের আনাগোনা। সুদীপ্তা এবং সৌম্যর বিয়ের রিসেপশনের ছবি, বিভিন্ন আচার-অনুষ্ঠানের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন -  Ritabhari Chakraborty: শীতের দিনে উষ্ণতা ছড়ালেন সোশ্যাল মিডিয়ায়, ট্রান্সপারেন্ট নেটের পোশাকে ‘হট বম্ব’ ঋতাভরী

সুদীপ্তার সিঁথি বর্তমানে লাল সিঁদুরে টকটকে রাঙানো। বিয়ের নিয়ম অনুসারে, অন্তত এক বছর শাঁখা-পলা পরে থাকতে হবে। সম্প্রতি একটি পারিবারিক নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন সুদীপ্তা এবং সৌম্য। সুদীপ্তা নিজেই সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে জলপাই সবুজ রঙের শাড়ি এবং ব্লাউজ। হালকা মেকআপ। চোখের কোল ভরা কাজলে, ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক। চুল খোলা রেখেছিলেন সুদীপ্তা। গলায় পরেছিলেন সোনালি রঙের হালকা নেকপিস এবং কানে সোনালি ইয়ারিং।

নেটিজেনদের একাংশ সুদীপ্তার সৌন্দর্যের প্রশংসা করার পাশাপাশি দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁর গলার কাছে লাল দাগ। তাঁদের মতে, এটি লাভ বাইট যা লুকানোর চেষ্টা করেননি সুদীপ্তা। সুদীপ্তা অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন -  Jeetu-Nabanita Divorce: জিতু ও নবনীতার পথ আলাদা শেষ পর্যন্ত, অভিনেতা বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন

তাঁর গলার লাল দাগটি ভালো করে দেখলে বোঝা যাবে এটি কোনো কসমেটিকস বা কোনো মেটালের গয়নার অ্যালার্জির চিহ্ন। যা লুকাবার চেষ্টা করলে, এই ধরনের অ্যালার্জি সুদীপ্তার ত্বকের ক্ষতি হতে পারে।

আরও পড়ুন -  Firework Smoke: দিল্লি আতশবাজির ধোঁয়ায় ঢেকেছে, একটি আবাসিক ভবনের অবস্থা

বিয়ের কিছুদিন পরেই শুটিং ফ্লোরে ফিরেছেন সুদীপ্তা। বর্তমানে ‘সোহাগ জল’-এ বেণী বৌদির চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। সাথে, শ্বশুরবাড়ির সদস্যদের সময় দিচ্ছেন।