Reserve Bank of India: নোট বাতিল ২ হাজার টাকার, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

Published By: Khabar India Online | Published On:

নোট বাতিল করলো ২ হাজার টাকার।  আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো ব্যাংকে গিয়ে নোটের পরিবর্তে সমমূল্যের অন্য ব্যাংক নোট নিতে পারবেন নাগরিকরা। এনডিটিভির খবরে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নোট বাতিলের নতুন নির্দেশনার কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নোটের সমমূল্য নোট ব্যাংক থেকে মিলবে।

আরও পড়ুন -  দশম শ্রেণীর মার্কশিট শেয়ার করলেন IAS অফিসার বিরাট কোহলির, ভক্তরা দেখার জন্য পাগল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার ১ হাজার এবং ৫০০ টাকার ব্যাংক নোট বাতিল করে নতুন ২ হাজারের ব্যাংক নোট চালু করে। সদ্য বাতিলের ঘোষণা দেয়া ২ হাজারের ব্যাংক নোটের বয়স মাত্র ৭ বছর।

আরও পড়ুন -  Web Series: গোপনে খেলা করলেন বৌদি অন্য পুরুষের শরীর নিয়ে, কিন্তু প্রাইভেসি নিয়ে দেখবেন সিরিজটি

সংশ্লিষ্টরা বলছে, গত দুই বছর ধরে নতুন করে ২ হাজারের ব্যাংক নোট ছাপাত না মোদি প্রশাসন। এমনকি বাজারেও তেমন দেখা যায় না বড় অংকের নোট। বাজারে গিয়ে ২ হাজারের নোট দিয়ে কিছু কেনাকাটা করলে খুব সহজে সেই নোটের খুচরো ফেরত পাওয়া যেত না। ফলে ২ হাজারের নোটের চাহিদা ক্রমশ কমে আসছিল।

আরও পড়ুন -  British Soldiers: ব্রিটিশ সেনাদের মৃত্যুদণ্ডাদেশ, রুশ বাহিনীর হাতে আটক

ফাইল ছবি