Banned: গত বুধবার টিকটক নিষিদ্ধ করেছে, মন্টানা

Published By: Khabar India Online | Published On:

প্রথম অঙ্গরাজ্য হিসেবে গত বুধবার টিকটক নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের মন্টানা। রাজ্য গভর্নর গ্রেগ জিয়ানফোর্টের স্বাক্ষরের মধ্যদিয়ে নিষেধাজ্ঞা সংবলিত বিলটি আইনে পরিণত হয়।

এ আইন আগামী বছর থেকে কার্যকর হবে। জনপ্রিয় ভিডিও অ্যাপটি নিয়ে বিতর্ক বাড়ার পরিপ্রেক্ষিতে মন্টানা এ উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন -  IPL 2023: এই রহস্যময়ী তরুণী উষ্ণতা বাড়ালেন হায়দ্রাবাদের জার্সিতে স্টেডিয়ামে, পরিচয় জানুন

স্টেট ওয়েবসাইটে প্রকাশিত সদ্য প্রণীত আইনের কপিতে বলা হয়েছে, মন্টানা অঞ্চলে টিকটক নাও কাজ করতে পারে। প্রতিবার লঙ্ঘনের জন্য প্রতিদিন ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে। এ ছাড়া আইন অনুযায়ী অ্যাপল এবং গুগলকে তাদের অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে ফেলতে হবে। না হলে তাদের জরিমানা দিতে হবে।

আরও পড়ুন -  Kuwait: নিষেধাজ্ঞা দিল কুয়েত, মোবাইলে দেখে কোরআন পড়ায় নামাজে

ছবিঃ সংগৃহীত