Gold Price Today: মা লক্ষ্মীর কৃপায় আজ সাধারণের মুখে হাসি, মুখ থুবড়ে পড়ল সোনার দাম, আজই কি সুবর্ণ সুযোগ?

Published By: Khabar India Online | Published On:

বাংলা ক্যালেন্ডার বলছে এখন জৈষ্ঠ্যে। এই মাসও হল বাঙালির মধুমাস। তীব্র দাবদাহ উপেক্ষা করেই এই মাসে অনেক বাঙালি যুবক যুবতী বাঁধা পড়েন বিবাহ বন্ধনে। এই সময় জামাকাপড়ের দোকানের পাশাপাশি গয়নার দোকানেও ভিড় থাকে। পাশাপাশি সোনার দাম নিয়েও এই সময় ক্রেতাদের মধ্যে কৌতুহল বেশি থাকে। আজ সাধারণের মুখে হাসি।

গতকাল বুধবার কলকাতায় সোনার বাজারদর ছিল সামান্য নিম্নমুখী। সপ্তাহের চতুর্থ দিন আজ বৃহস্পতিবার সকালে বাজার খুলতে একই রইল। আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম কমল কিছুটা। সাথে সামান্য কমল রূপোর দাম। চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনা ও রূপার দাম।

আরও পড়ুন -  ব্রিকস ফিল্ম টেকনলজি সিম্পোসিয়াম চলচ্চিত্র ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা ও অগ্রগতির নতুন পথ খুলে দেবে

আজ কলকাতায় সোনার দাম (১৮.০৫.২০২৩-বৃহস্পতিবার)
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,২০০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,১০০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (১৭.০৫.২০২৩-বুধবার)
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,৪২০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৩০০ টাকা।

আরও পড়ুন -  Dighi: দীঘি দারুন খবর জানালেন
আজকের দাম।

প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ২২০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ২০০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (১৮.০৫.২০২৩-বৃহস্পতিবার)
৭৪,৫০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  Indian Railway-এর এই নিয়ম জানুন, ট্রেনের টিকিট থাকলেও প্ল্যাটফর্মে এই কারণে দিতে হবে জরিমানা

গতকাল কলকাতায় রূপোর দাম (১৭.০৫.২০২৩-বুধবার)
৭৪,৬০০ টাকা প্রতি কেজি।

আজকের দাম।

০০ টাকা প্ৰতি কেজি।

বৃহস্পতিবার বিশ্ব বাজারে অনেকটা নিম্নমুখী সোনার দাম। বুধবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১৯৯০.৫০ মার্কিন ডলার। আজ কমে হয়েছে ১৯৯০.৯০ মার্কিন ডলার।

প্রতীকী ছবি