মাত্র ২১ বছর বয়সে সাহসী ছবি দিলেন অভিনেত্রী অবনীত কৌর, ছবি দেখে নেট দর্শকরা হাঁপিয়ে উঠলেন

Published By: Khabar India Online | Published On:

হিন্দি টেলিভিশন জগৎ’এর পরিচিত মুখ অবনীত কৌর। সবে মাত্র ২১ বছর বয়সেই অভিনেত্রী হিসেবে সাফল্য অর্জন করেছেন। ছোট বয়সেই অভিনয় জগৎ-এর সাথে পরিচয় ঘটেছিলো। ২০১০ সালে প্রথম টেলিভিশন জগৎ-এ পা রাখেন অভিনেত্রী। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ দিয়েই শুরু করেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Avneet Kaur Official (@avneetkaur_13)

মাঝপথে সেই রিয়্যালিটি শো থেকে বাদ পড়ে যান অবনীত। তারপরেই এই অভিনয় দুনিয়ায় পা রাখেন। অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখার পর তাকে আর পিছন দিকে তাকাতে হয়নি, সেকথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন -  ক্ষুব্ধ কাজল দেবগন, অভিনেত্রী টাব্বুর ঘনিষ্ঠতা স্বামী অজয় ​​দেবগনের সঙ্গে, VIDEO VIRAL

এখন তরুণ সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম সক্রিয় নন। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা ৩২.৯ মিলিয়ন পার। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও প্রায়ই অংশ নিতে দেখা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Avneet Kaur Official (@avneetkaur_13)

মাঝে মাঝে দুবাইতে পাড়ি দেন অবনীত, সেই ঝলক নিমেষের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার পাতাতেও। সম্প্রতি একাধিক ভিন্ন লুকে ক্যামেরার সামনে ধরা দিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Avneet Kaur Official (@avneetkaur_13)

সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর বেশ কিছু ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। বলাই বাহুল্য, প্রতিটি ঝলকেই রীতিমতো বোল্ড রূপে হাজির হয়েছিলেন অভিনেত্রী। তার সেই ঝলকগুলি উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল দুনিয়ার একাংশের মাঝে। তাপমাত্রা বাড়িয়েছে ভক্তদের হৃদয়ে।

 

View this post on Instagram

 

A post shared by Avneet Kaur Official (@avneetkaur_13)

এখানে কখনো বিকিনি লুকে, কখনো শর্ট ড্রেসে, কখনো পুরোদস্তুর ওয়েস্টার্ন পোশাকে দেখা দেন অবনীত। সব পোশাকই নজরকাড়াভাবে ক্যারি করেন তিনি। এই মুহূর্তে সেইসমস্ত ঝলকের সূত্র ধরেই পুনরায় সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চিত অভিনেত্রী অবনীত কৌর।

আরও পড়ুন -  উপস মুহূর্তের শিকার অনুষ্কা শর্মা, অফশোল্ডার টপ পরে, সামনে এসেছে VIDEO, তোলপাড় ইন্টারনেট