দীপিকাকেও টেক্কা দেবে হবু পুত্রবধূ সানি দেওলের, সৌন্দর্যের প্রতীক!

Published By: Khabar India Online | Published On:

বিয়ের সানাই আবার বাজতে চলেছে বলিউডে। এবার কে? কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)-র পৌত্র এবং সানি দেওল (Sunny Deol)-এর পুত্র করণ দেওল (Karan Deol) বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।

দীর্ঘদিনের বান্ধবী দৃশা আচার্য (Drisha Acharya)-কে বিয়ে করতে চলেছেন করণ। দৃশার সাথেও রয়েছে বিনোদন জগতের সূক্ষ্ম যোগাযোগ। কিংবদন্তী বাঙালি পরিচালক বিমল রায় (Bimal Roy)-এর প্রপৌত্রী এবং পরিচালক বাসু ভট্টাচার্য (Basu Bhattacharya) এবং রিঙ্কি ভট্টাচার্য (Rinky Bhattacharya)-র কন্যা দৃশা। তিনি বেছে নিয়েছেন চাকরির জগৎ -কে। বলিউড কে বাদ দিলেন। দুবাইয়ের একটি ট্র্যাভেল এজেন্সির ম্যানেজার পদে কর্মরতা দৃশা।

 

View this post on Instagram

 

A post shared by Karan Deol (@imkarandeol)

ছোট থেকেই করণ এবং দৃশা খুব ভালো বন্ধু ছিলেন। বয়স বাড়ার সাথে সাথে তা পরিণত হয় প্রেমে। গত ছয় বছর ধরে কোর্টশিপের পর অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দৃশা এবং করণ।

আরও পড়ুন -  "করো যোগ থাকো নিরোগ"

এখন বিয়ের প্রস্তুতির কারণেই দৃশা রয়েছেন মুম্বইয়ে। ‘শগুন’-এর পর সাম্প্রতিক কালে বাগদান সেরেছেন তাঁরা। আগামী 16 অথবা 17 ই জুন হতে চলেছে দৃশা এবং করণের বিয়ে। কিন্তু দুই পরিবারের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও ঘোষিত হয়নি বিয়ের তারিখ। জানা গিয়েছে, মায়ানগরী মুম্বইয়ে বসতে চলেছে করণ-দৃশার রাজকীয় বিয়ের আসর।

আরও পড়ুন -  আফগানিস্তান ইস্যু নিয়ে বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডাকলেন মোদী, উপস্থিত থাকবেন মমতা ?

দুই পরিবারের আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে করণ এবং দৃশার ‘বলিউডি শাদি’। দেওল পরিবারের অন্য বিয়েগুলির মতো এটিও হতে চলেছে বিগ ফ্যাট ওয়েডিং। বিয়ের জল্পনা দানা বাঁধছিল স্টুডিওপাড়ায়।

করণ এবং দৃশার রিসেপশন হবে তারকাখচিত। এখনও অবধি আমন্ত্রিতদের তালিকা সামনে না এলেও বলিউডের কিছু বিগ শটস উপস্থিত থাকতে চলেছেন বলে খবর।

আরও পড়ুন -  New Logo: নীল পাখি চলে গেলো টুইটারের, মাস্ক বসালেন ‘ডগি’ লোগো