Gold Price Today: এই সুযোগ, স্থিতিশীল অবস্থায় সোনা ও রূপার দাম

Published By: Khabar India Online | Published On:

বাঙালির মধুমাস বৈশাখ। এই দাবদাহ উপেক্ষা করেই এই মাসে বহু বাঙালি যুবক যুবতী সাতপাকে বাঁধা পড়ছেন। এই সময় জামাকাপড়ের সাথে পাশাপাশি গয়নার দোকানেও ভিড়। পাশাপাশি সোনার দাম নিয়েও এই সময় ক্রেতাদের মধ্যে কৌতুহল থাকে।

গতকাল শুক্রবার কলকাতায় সোনার বাজারদর ছিল স্থিতিশীল। সপ্তাহের শেষ দিন আজ শনিবার সকালে বাজার খুলতেই বদলে গেল চিত্রটা। আজকে কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম কমল সামান্য। এদিন স্থিতিশীল অবস্থায় রইল রূপোর দামও। চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনা ও রূপোর দাম।

আরও পড়ুন -  Gold Price Today: স্বস্তিদায়ক পর্যায়ে সোনার দাম, কলকাতায় কত দাম আজকে?

আজ কলকাতায় সোনার দাম (১৩.০৫.২০২৩-শনিবার)
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,৬৮০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৫৪০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (১২.০৫.২০২৩-শুক্রবার)
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,৬৯০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৫৫০ টাকা।

আরও পড়ুন -  আগামী ১ হাজার দিনের মধ্যে প্রত্যেক গ্রামে অপটিক্যাল ফাইবারের সংযোগ পৌঁছে দেওয়া হবে: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

আজকের মূল্যহ্রাস
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ১০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ১০ টাকা।

আজ কলকাতায় রূপার দাম (১৩.০৫.২০২৩-শনিবার)
৭৫,০০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  Gold Price: বাড়লো সোনার দাম, আপনার শহরে দাম কত?

গতকাল কলকাতায় রূপোর দাম (১২.০৫.২০২৩-শুক্রবার)
৭৫,০০০ টাকা প্রতি কেজি।

আজকের মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি
প্রসঙ্গত, শনিবার বিশ্ব বাজারে কিছুটা নিম্নমুখী সোনার দাম। শুক্রবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ২০১১.০০ মার্কিন ডলার। আজকে সামান্য কমে হয়েছে ২০১০.৫০ মার্কিন ডলার।

প্রতীকী ছবি