Gold Price Today: পরিবর্তন সোনার দাম, আজকে কি হলো সোনার দাম?

Published By: Khabar India Online | Published On:

বৈশাখ মাসে অনেক বাঙালি যুবক যুবতী সাতপাকে বাঁধা পড়েন। এই সময় জামাকাপড়ের দোকানের পাশাপাশি গয়নার দোকানেও ভিড় চোখে পড়ার মতন। সোনার দাম ক্রেতাদের মধ্যে কৌতুহল থেকেই থাকে।
গতকাল মঙ্গলবার কলকাতায় সোনার বাজারদর ছিল স্থিতিশীল। সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ বুধবার সকালে বাজার খুলতেই বদলে গেল চিত্রটা। আজকে কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম বৃদ্ধি পেল। এদিন সামান্য হ্রাস পেল রূপোর দাম। দেখে নিন, এই সময়টি সোনার গয়না ও রূপা কেনার জন্য সুসময় কিনা। কলকাতায় আজকের সোনার দরদামে।

আরও পড়ুন -  ৩৪ তম জন্মদিনে জীবনের নতুন অধ্যায় শুরুর সুখবর দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

আজ কলকাতায় সোনার দাম
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,১৩০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৯৫০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (০৯.০৫.২০২৩-মঙ্গলবার)
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,৮৫০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৭০০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today: দাম কমেছে সোনা ও রুপোর, জানুন লেটেস্ট প্রাইস

আজকের মূল্যবৃদ্ধি
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ২৮০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ২৫০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (১০.০৫.২০২৩-বুধবার)
৭৮,০০০ টাকা প্রতি কেজি
গতকাল কলকাতায় রূপোর দাম (০৯.০৫.২০২৩-মঙ্গলবার)
৭৮,১০০ টাকা প্রতি কেজি

আরও পড়ুন -  Gold Price: ৬০ হাজারের গণ্ডি পার করলো সোনার দাম, বাড়ছে সোনার দাম দিনের পর দিন

আজকের মূল্যহ্রাস
১০০ টাকা প্ৰতি কেজি
প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ব বাজারে কিছুটা উর্ধমুখী সোনার দাম। মঙ্গলবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ২০২৬.০০ মার্কিন ডলার। আজ তা সামান্য বেড়ে ২০৩০.৯০ মার্কিন ডলার। এর প্রভাবেই দেশীয় বাজারে আজ সোনার দাম বেড়েছে।

ছবিঃ প্রতীকী