West Bengal Weather: মোকা তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে, পশ্চিমবঙ্গ ভিজবে কবে? হাওয়া অফিস কি জানালো?

Published By: Khabar India Online | Published On:

রাজ্যে আবার তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন। সোমবার তাদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত্য থেকে তৈরি নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে মঙ্গলবার। তারপর সাগরে জন্ম নেবে ঘূর্ণিঝড় মোকা। এই ঘূর্ণিঝড় এর আগে বাংলায় কয়েক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে বলেছেন মৌসম ভবন।

আরও পড়ুন -  Jersey Auctioned: রোনালদোর জার্সি নিলামে, অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায়

মৌসম ভবন সূত্রে খবর, উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে এই মুহূর্তে প্রচুর পরিমাণে শুষ্ক বাতাস প্রবেশ করছে, সেই কারণে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে বাংলায় তাপমাত্রা বাড়তে শুরু করলো। পাশাপাশি নিম্নচাপ থাকলেও ঘূর্ণিঝড় স্থলভাগ থেকে টেনে নিচ্ছে জলীয় বাষ্প। নতুন করে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু জায়গায়। আগামী কয়েক দিন পুরুলিয়া,  বাঁকুড়া,  পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো  জেলাগুলিতে তীব্র গরম অনুভূত হবে। বৃহস্পতিবার এর আগে রাজ্যে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন -  Weather: ঘূর্ণাবর্তের প্রভাব রাজ্যের উপর, একাধিক জেলা ঝড় বৃষ্টিতে ভিজবে

ঘূর্ণিঝড় মোকার প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। এই দ্বীপে তুমুল বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সাথেই ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া।

আরও পড়ুন -  আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ গুজরাট ও ওড়িশার কিছু কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা