Pakistan: ৭ শিক্ষক নিহত, স্কুলে গুলি, পাকিস্তানে

Published By: Khabar India Online | Published On:

পৃথক গুলিবর্ষণের ঘটনায় সাত শিক্ষকসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায়। বৃহস্পতিবার সংবাদ সংস্থা ডন বন্দুকধারীর গুলির ঘটনা জানিয়েছে।

জেলা সদর হাসপাতালের উপ-মেডিকেল সুপার কায়সার আব্বাসের তথ্য অনুযায়ী ডন জানিয়েছে, প্রথম গোলাগুলির ঘটনা ঘটে শালোজান রোডে, যাতে একজন নিহত হয়।

আরও পড়ুন -  Pakistan: আইনি পদক্ষেপ নেবে পিটিআই, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে

তার কিছুক্ষণ পর একটি স্কুলে অন্য আরেকটি গুলিবর্ষণের ঘটনায় সাতজন শিক্ষক নিহত হন। যেটি শালোজান রোড থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। এ বিষয়ে পুলিশ এখনো কোনো বিবৃতি দেয়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, অজ্ঞাতপরিচয় বন্দুকধারী একটি স্কুলের স্টাফরুমে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় স্কুলটিতে পরীক্ষা চলছিল। ঘটনার পর পরীক্ষা স্থগিত করা হয়েছে। পুলিশ হামলাকারীকে ধরতে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন -  Imran Khan rally: ১৪৪ ধারা লাহোরে, ইমরান খানের সমাবেশ

শিক্ষকদের ওপর হামলার ঘটনায় প্রেসিডেন্ট আরিফ আলভী নিন্দা জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অপরাধীদের আইন অনুযায়ী দ্রুত শাস্তি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন -  Pakistan: আত্মঘাতী হামলায় ‘আইএসআইএস’ জড়িত, পাকিস্তানে

উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি আর্মি স্কুলে বন্দুক এবং বোমা হামলায় ১৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। বেশিরভাগই ছাত্র ছিল।

সূত্রঃ ডন, রয়টার্স। ছবিঃ ডন