Pakistan: ৭ শিক্ষক নিহত, স্কুলে গুলি, পাকিস্তানে

Published By: Khabar India Online | Published On:

পৃথক গুলিবর্ষণের ঘটনায় সাত শিক্ষকসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায়। বৃহস্পতিবার সংবাদ সংস্থা ডন বন্দুকধারীর গুলির ঘটনা জানিয়েছে।

জেলা সদর হাসপাতালের উপ-মেডিকেল সুপার কায়সার আব্বাসের তথ্য অনুযায়ী ডন জানিয়েছে, প্রথম গোলাগুলির ঘটনা ঘটে শালোজান রোডে, যাতে একজন নিহত হয়।

আরও পড়ুন -  PM Svanidhi Yojana: আধার কার্ড থাকলেই সহজে লোন! মোটা টাকার ঋণ পাবেন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে, জেনে নিন আবেদন করার উপায়

তার কিছুক্ষণ পর একটি স্কুলে অন্য আরেকটি গুলিবর্ষণের ঘটনায় সাতজন শিক্ষক নিহত হন। যেটি শালোজান রোড থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। এ বিষয়ে পুলিশ এখনো কোনো বিবৃতি দেয়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, অজ্ঞাতপরিচয় বন্দুকধারী একটি স্কুলের স্টাফরুমে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় স্কুলটিতে পরীক্ষা চলছিল। ঘটনার পর পরীক্ষা স্থগিত করা হয়েছে। পুলিশ হামলাকারীকে ধরতে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন -  T20 World Cup: পাকিস্তান সেমিতে, বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে

শিক্ষকদের ওপর হামলার ঘটনায় প্রেসিডেন্ট আরিফ আলভী নিন্দা জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অপরাধীদের আইন অনুযায়ী দ্রুত শাস্তি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন -  উপ রাষ্ট্রপতি অন্য দেশগুলিকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন

উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি আর্মি স্কুলে বন্দুক এবং বোমা হামলায় ১৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। বেশিরভাগই ছাত্র ছিল।

সূত্রঃ ডন, রয়টার্স। ছবিঃ ডন