একই পরিবারের ছয় ভাই নিহত হয়েছে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। ঘটনায় আহত হয়েছে তাদের বাবা-মা ও অন্য তিন ভাইবোন। তারা গুরুতর আহত হয়ে পরিচর্যা কেন্দ্রে রয়েছে। সোমবার সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, দুর্ঘটনায় নিহতরা রবিবার মদিনা থেকে আল বাহাতে ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি তাঈফ-আল বাহা সড়কে পৌঁছালে অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্য গাড়ির চালকও মারা গেছেন।
নিহতদের ভাই মোহাম্মদ সেলিম আল-ঘামদি জানান, তার পরিবারের সদস্যরা মদিনা থেকে আল-বাহাতে ফিরছিলেন। ওই সময়ই এই দুর্ঘটনায় কবলে পড়েন।
নিহত ছয় ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়টির বয়স ১৭ বছর ও সবচেয়ে ছোটটির বয়স আড়াই বছর। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চার বছরের একটি শিশু বেঁচে গেছে।
সংশ্লিষ্টরা জানান, বাবা, মা, দুই মেয়ে ও এক ছেলে সুলতানকে তায়েফের তিনটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
সূত্রঃ গালফ টুডে, আল আরাবিয়া।